Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মানুষের প্রিয়বন্ধু কে? এই উত্তরটা বারেবারে সারমেয়রা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, এই দুনিয়ায় তাদের থেকে মানুষের ‘খাস দোস্ত’ আর কেউ নেই ! মনিবের জন্য জীবনদান পর্যন্ত করতে পারে তারা ৷ বাঘের মতো হিংস্র প্রাণীর কবল থেকে মনিবের প্রাণ বাঁচাতে মরিয়া লড়াই চালালো একটি জার্মান শেফার্ড ৷ বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে নিজের জান দিয়েও মনিবের প্রাণ বাঁচাল পোষ্য কুকুরটি ৷
শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঘের সঙ্গে লড়াই করে জীবন দিল জার্মান শেফার্ডটি ৷ শনিবার মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় ঘটনাটি ঘটে ৷ বান্ধবগড় টাইগার রিজার্ভের কাছে ভারহুত গ্রামের ওই জার্মান শেফার্ডের মালিক শিবম বাদগাইয়া জানিয়েছেন, তিনি খামারে কাজ করছিলেন ৷ ঠিক তখনই হঠাৎ একটি বাঘ তাঁর সামনে হাজির হয়। তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ৷
তিনি আরও জানান, এই দৃশ্য তাঁর পোষা কুকুর দেখতে পায় ৷ ওর নাম পান্থু ৷ তিনি নাম ধরে ডাকতেই ওর জীবনের পরোয়া না-করেই বাঘের উপর পাল্টা ঝাঁপিয়ে পড়ে ৷ এর পরই বাঘ ও পান্থুর মধ্যে লড়াই শুরু হয় ৷ তিনি কোনও রকমে সেখান থেকে দূরে চলে আসেন ৷ আশে পাশের মানুষজনও বেরিয়ে আসে ৷ তিনিও চেষ্টা করেন জার্মান শেফার্ডটিকে বাঁচাতে ৷ ততক্ষণে বাঘটিও পালিয়ে যায় ৷
বাঘের পায়ের ছাপ
কিন্তু, বাঘ পালিয়ে যাওয়ার পরই দেখা যায় পান্থু রক্তাক্ত শরীরে লুটিয়ে পড়ে ৷ আহত কুকুরটিকে তাৎক্ষণিকভাবে পশুচিকিৎসক অখিলেশ সিংয়ের কাছে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, বাঁচানো যায়নি। পশুচিকিৎসক বলেন, “জার্মান শেফার্ডের ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে ৷ তার জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে ৷ এর ফলেই মৃত্যু হয়েছে জার্মান শেফার্ডটির ৷
আরও পড়ুন:- রাজ্য পুলিশে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ চলছে! বিস্তারিত দেখে শীঘ্রই আবেদন করুন
আরও পড়ুন:- এভাবে রোজ রুটি খেলে গলগলিয়ে বেরোবে খারাপ কোলেস্টেরল, রইল বিস্তারিত