পোস্ট অফিসের বিশেষ স্কিমে মাত্র কয়েক মাসে আপনার টাকা হবে ডবল। জানুন কিভাবে আবেদন করবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

post office

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পগুলি (Post Office Scheme) জনসাধারণকে প্রচুর উপকার দেয়। এই সকল প্রকল্পগুলিতে বিনিয়োগ (Investment) করলে মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই জমানো টাকা দ্বিগুণ হয়। তাই পোস্ট অফিসে টাকা রাখতে আগ্রহ প্রকাশ করেন আমজনতা। পোস্ট অফিস-এর এমন একটি প্রকল্প রয়েছে, যেখানে টাকা রাখলে মাত্র কয়েক মাসে সেই টাকা দ্বিগুণ হবে। ভাবছেন কোন প্রকল্পের কথা বলা হচ্ছে? আসুন দেখে নেওয়া যাক এক নজরে।

Post Office Scheme 2025

ব্যাংক ও পোস্ট অফিসে টাকা রাখাকে নিরাপদ বলে মনে করেন অধিকাংশ মানুষ। তাঁদের জন্য পোস্ট অফিসের কিষান বিকাশ পত্র (Kisan Vikas Patra) স্কিম। এই প্রকল্পটিকে নিরাপদ বলা হচ্ছে কারণ, এই প্রকল্পটি বাজারের ওঠা নামার দ্বারা কোনভাবেই প্রভাবিত হয় না। শুধু তাই নয়, এই প্রকল্প এমন এক স্কিম যা আপনার নিরাপদ বিনিয়োগকে নিশ্চিত করে। পাশাপাশি, উচ্চাহারে সুদের হার রয়েছে এই প্রকল্পে। আপনি বার্ষিক ৫ শতাংশ হারে এই প্রকল্প থেকে সুদ পাবেন।

আরও পড়ুন:- সুখবর ! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে স্টেট ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

পোস্ট অফিস কিষাণ বিকাশ পত্রের সুবিধা

আগেই বলা হয়েছে পোস্ট অফিসের এই প্রকল্প বিনিয়োগকারীদের ভালো সুদ প্রদান করে। তবে শুধু তাই নয়, এই প্রকল্পটিতে আপনি টাকা রাখলে সেই টাকা ১১৫ মাস অর্থাৎ নয় বছর সাত মাসের মধ্যেই ডবল আকারে আপনার কাছে ফেরত আসবে। এখন মনে করুন, আপনি যদি ১১৫ মাস পর ৪ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সেই টাকার পরিমাণ দ্বিগুণ হয়ে আপনার কাছে রিটার্ন আসবে ৮ লক্ষ টাকা।

এই প্রকল্পটিতে এককভাবে বা যৌথভাবে একটি অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন। তবে অর্থ বিনিয়োগ করার জন্য কোনও সর্বোচ্চ সীমা নেই। এই প্রকল্পে আপনি সর্বনিম্ন ১০০০ দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। তবে অর্থ বিনিয়োগ করার জন্য সর্বোচ্চ কোন সীমা নেই। আপনি আপনার শিশুর জন্য অর্থাৎ ১০- বছরের বেশি বয়সী শিশুদের নামেও অ্যাকাউন্ট খুলতে পারেন।

টাকা বিনিয়োগের জন্য কিভাবে আবেদন?

পোস্ট অফিসের এই প্রকল্পে বিনিয়োগ করার জন্য আপনার নিকটতম পোস্ট অফিসে ভিজিট করুন। সেখান থেকে পূরণ করুন কিষাণ বিকাশ পত্র যোজনা ফর্মটি। জমা দিতে হবে প্রয়োজনীয় নথি যেমন- (আধার কার্ড, প্যান কার্ড, ছবি এবং ঠিকানার প্রমাণপত্র)। পরিশোধ করুন একক অঙ্কের টাকা পরিশোধ করুন এবং রসিদ নিন। আপনার বিনিয়োগ কর্মসূচি এখান থেকেই শুরু হবে।

আরও পড়ুন:- একটাই বাড়িতে বাস করেন গোটা শহরের মানুষ, জানুন কেন এমন সিস্টেম

আরও পড়ুন:- যাদবপুরের পড়ুয়াদের ‘কুকুরের’ সঙ্গে তুলনা কল্যাণের, জানুন বিস্তারিত

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন