Bangla News Dunia, দীনেশ : ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে (Sunita Williams) চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দীর্ঘ ৯ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) আটকে থাকার পর মঙ্গলবার পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করেছেন সুনীতা এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। চিঠিটি গত ১ মার্চের হলেও এদিন আইএসএস থেকে রওনা দেওয়ার পর চিঠিটি (Letter) এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সুনীতার সুস্বাস্থ্য এবং মিশনের সাফল্য কামনা করে চিঠিটি লিখেছিলেন মোদি।
As the whole world waits, with abated breath, for the safe return of Sunita Williams, this is how PM Sh @narendramodi expressed his concern for this daughter of India.
“Even though you are thousands of miles away, you remain close to our hearts,” says PM Sh Narendra Modi’s… pic.twitter.com/MpsEyxAOU9— Dr Jitendra Singh (@DrJitendraSingh) March 18, 2025
চলতি মাসেই দিল্লিতে নাসার প্রাক্তন মহাকাশচারী মাইক ম্যাসিমিনোর সঙ্গে একটি বৈঠক করেন মোদি। সেই বৈঠক চলাকালীন তাঁদের কথোপকথনে সুনীতার নাম উঠে এসেছিল। সেই কথা স্মরণ করেই চিঠির শুরুতে মোদি লিখেছেন, ‘আপনি এবং আপনার কাজের জন্য আমরা কতটা গর্বিত, তা নিয়ে বৈঠকে আলোচনা করেছি আমরা। আর এই আলাপচারিতার পর আপনাকে চিঠি লেখা থেকে নিজেকে বিরত রাখতে পারিনি। ১.৪ বিলিয়ন ভারতীয় সর্বদা আপনার সাফল্যের জন্য গর্ববোধ করেন।’ আমেরিকা সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যে তিনি সুনীতার স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নিয়েছিলেন, সেকথা চিঠিতে লিখেছেন প্রধানমন্ত্রী মোদি।
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাই
তিনি আরও লেখেন, ‘হাজার হাজার মাইল দূরে থাকলেও, আপনি এখনও আমাদের হৃদয়ের কাছাকাছি রয়েছেন। আপনার সুস্বাস্থ্য এবং মিশনে সাফল্যের জন্য প্রার্থনা করছে ভারতীয়রা।’ এরপরই সুনীতার মা-বাবার কথা উল্লেখ করে মোদি লেখেন, ‘বনি পান্ডিয়া (সুনীতা উইলিয়ামসের মা) অবশ্যই আপনার ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেই সঙ্গে আমি নিশ্চিত যে প্রয়াত দীপকভাইয়ের আশীর্বাদও আপনার সঙ্গে সবসময় রয়েছে।’ ২০১৬ সালে মার্কিন সফরের সময় সুনীতা এবং তাঁর বাবার সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেছেন মোদি। উল্লেখ্য, সুনীতার জন্য আমেরিকায় হলেও তাঁর বাবা দীপক পান্ডিয়া ভারতীয় ছিলেন। শুধু তাই নয়, তিনিও মোদির মতো গুজরাটেরই বাসিন্দা ছিলেন। ২০২০ সালে প্রয়াত হন তিনি।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
সবশেষে প্রধানমন্ত্রী চিঠিতে লেখেন, ‘পৃথিবীতে ফিরে আসার পর, আপনাকে ভারতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। আপনার মতো একজন খ্যাতনামা ভারতীয় কন্যাকে আতিথ্য দেওয়া ভারতের জন্যও আনন্দের হবে।’
আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন