রাজ্যের মহিলাদের জন্য দুঃসংবাদ ! বাড়ছে না লক্ষীর ভান্ডারের টাকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

laxmi

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এতদিন পর্যন্ত যে সমস্ত প্রকল্পগুলি সাধারণ জনগণের জন্য নিয়ে এসেছিলেন, সেই সব প্রকল্পগুলির মধ্যে অতি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হল লক্ষীর ভান্ডার প্রকল্প। চালু করা হয়েছিল আজ থেকে ঠিক 4 বছর আগে অর্থাৎ 2021 সালে। এরপর থেকে রাজ্যের লক্ষাধিক মহিলাকে এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক সহায়তা দিয়ে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে চলতি অর্থবর্ষে এই প্রকল্পের অধীনে টাকা বাড়ানো হচ্ছে কিনা, সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন নবান্ন। যার ফলে রাজ্যের প্রতিটি মহিলায় এক বিরাট বড় হতাশার সম্মুখীন হচ্ছে।

আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?

এক টাকাও বাড়লো না লক্ষীর ভান্ডারে ভাতার পরিমাণ

প্রায় প্রতি বছরই রাজ্য সরকার বাজেটে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন কিছু ঘোষণা করে রয়েছে। কিন্তু এবারের বাজেটে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য কিছু নতুন ঘোষণা করা হলো না। অনেকেই আশা করে বসে রয়েছিলেন যে, 2025 সালের বাজেটিং এই প্রকল্পের ভাতা কিছুটা হলেও বাড়ানো হতে পারে। কিন্তু সেটা আর পূরণ করা হয়নি।

আপাতত এবারের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অধীনে টাকা বাড়ানোর কোনো রকম কথা উল্লেখ করেননি। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতিমাসে 1000 টাকা পেয়ে থাকেন এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলারা পেয়ে থাকেন প্রতি মাসে 1200 টাকা করে। কিন্তু সেই প্রকল্পের অধীনে ভাতার পরিমাণ বাড়ানোর ঘোষণা না আসতে মূলত এক চরম হতাশার সম্মুখীন হচ্ছে মহিলারা।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন