ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে আধার, স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে সিদ্ধান্ত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ডের লিঙ্ক করার অভিযান আগামী মাস থেকে আরও জোরদার করা হবে। সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে। ভূতুড়ে ভোটার কার্ড বিতর্কের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হল।

জানা যায়, নির্বাচন কমিশন ৩২৬ অনুচ্ছেদ, RP আইন, ১৯৫০ এবং EPIC-কে আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করানোর জন্য সুপ্রিম কোর্টের নির্দিষ্ট সিদ্ধান্ত রয়েছে। সেই অনুযায়ী সাংবিধানিক কাঠামোর মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রের খবর, এই বিষয়ে UIDAI এবং ECI বিশেষজ্ঞদের মধ্যে প্রযুক্তিগত পরামর্শ শীঘ্রই শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ও স্বরাষ্ট্র মন্ত্রকের একাধিক আধিকারিকও সচিবের উপস্থিতিতে আজ বৈঠকও হয়।

ভারতীয় সংবিধানের ৩২৬ নম্বর অনুচ্ছেদ অনুসারে ভোটাধিকার শুধুমাত্র ভারতের নাগরিকদের দেওয়া যেতে পারে। আধার কার্ড শুধুমাত্র ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠা করে। তাই, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে EPIC-কে আধারের সঙ্গে লিঙ্ক করার কাজটি সংবিধানের ৩২৬ নম্বর অনুচ্ছেদের বিধান, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০ এর ধারা ২৩(৪), ২৩(৫) এবং ২৩(৬) এবং সুপ্রিম কোর্টের নং 207/2020-এর রায় অনুসারে করা হবে৷

আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করার জন্য UIDAI এবং ECI-এর প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে বৈঠক হবে। পশ্চিমবঙ্গের মতো রাজ্য ভোটার কার্ডে অনিয়মের অভিযোগ এনেছে। তা সমাধানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন স্বীকার করেছে কোনও কোনও রাজ্যে একই epic নম্বর রয়েছে। তবে এটা জালিয়াতি নয় বলেও দাবি করা হয়েছে কমিশনের তরফে।

তৃণমূল কংগ্রেস  তাদের মেমোরেন্ডামে উল্লেখ করেছে, আধার কার্ডকে ক্লোন করে ডুপ্লিকেট ভোটার কার্ড তৈরি করা হচ্ছে। এই আবহে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করার উপর জোর দিতে চাইছে কমিশন ও সরকার। তবে এই সমস্যার সমাধান হবে কি না সেটাই এখন দেখার।

আরও পড়ুন:- ফাইন বাড়ল ট্র্যাফিকে, কোন আইন ভাঙলে কত জরিমানা? জেনে নিন

আরও পড়ুন:- আপনার সন্তান মোটা হয়ে যাচ্ছে, মা-বাবারা এই ভুলগুলো করছেন না তো ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন