Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (IRDAI) স্বাস্থ্য ও জীবন বিমা প্রিমিয়ামের উপর জিএসটি হ্রাস করার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। এপ্রিল মাসে এই বিষয়ে মন্ত্রীদের একটি দল (GoM বা গ্রুপ অফ মিনিস্টার্স) বৈঠকে বসতে পারে। সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গিয়েছে, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে কাউন্সিল মে মাসে তার পরবর্তী বৈঠকে প্রস্তাবগুলি বিবেচনা করতে পারে।
জীবন ও স্বাস্থ্য বিমার উপর জিএসটি কমানোর বিষয়ে IRDAI তাদের মতামত দিয়েছে। এপ্রিল মাসে এই বিষয়ে মন্ত্রীদের 13 সদস্যের দল একটি বৈঠকে বসতে পারে। এর পরে এই প্রস্তাব জিএসটি কাউন্সিলে জমা দেওয়া হবে। জিএসটি কাউন্সিল তার পরবর্তী বৈঠকে জীবন ও স্বাস্থ্য বিমার উপর জিএসটিতে ছাড় দিতে পারে কিনা তা জানাবে।
আরও পড়ুন:- নাগপুরের হিংসায় বাংলাদেশ যোগ, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য
এই বিষয়ে মন্ত্রীদের 13 সদস্যের দল বৈঠকে বসবে এপ্রিলের শেষে অথবা মে মাসের শুরুতে। মনে করা হচ্ছে, এই বৈঠকে হয়তো এই বিমা সংক্রান্ত সমস্যাটির সমাধান মিলবে। মেয়াদী বিমার উপর 18 শতাংশ জিএসটি সম্পূর্ণরূপে বাতিল করার বিষয়ে রাজ্যগুলি একমত ছিল। তবে এ বিষয়ে IRDAI কোনও মন্তব্য না করায় এই নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
জীবন ও স্বাস্থ্য বিমার উপর জিএসটি কমানোর বিষয়ে IRDAI-এর মন্তব্য পর্যালোচনা করার পর, সম্রাট চৌধুরীর সভাপতিত্বে গঠিত মন্ত্রীদের দল (GoM বা গ্রুপ অফ মিনিস্টার্স) তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করবে। জিএসটি কাউন্সিল এর আগে 21 ডিসেম্বরের বৈঠকে স্বাস্থ্য ও জীবন বিমা প্রিমিয়ামের উপর জিএসটি ছাড় বা কমানোর সিদ্ধান্ত IRDAI-এর কাছ থেকে পরবর্তী তথ্য না পাওয়া পর্যন্ত স্থগিত রেখেছে।
উল্লেখ্য, এই 13 সদস্যের মন্ত্রীদের দলে রয়েছেন উত্তর প্রদেশের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না, পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কেরলের অর্থমন্ত্রী কেএন বালগোপাল, রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের মতো বিশিষ্ট জনেরা ৷
আরও পড়ুন:- ভারতের বাজারেও চলে এল ডায়াবেটিস ও রোগা হওয়ার ওষুধ, বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন:- সুখী দেশের নিরিখে পাকিস্তান-প্যালেস্টাইনের থেকেও পিছিয়ে ভারত, আর কি বলছে রিপোর্ট জেনে নিন