গ্রহ-শান্ত করতে সপ্তাহে কোন দিন কী খাবেন ? বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গ্রহ-শান্ত করতে সপ্তাহে কোন দিন কী খাবেন ? জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, খাবার-র মাধ্যমেও নানা গ্রহকে সন্তুষ্ট ও দুর্বল গ্রহকে মজবুত করা যায়। তাই সপ্তাহের দিন গুলিতে গ্রহ হিসেবে খাবার খেলে, সুফল পাওয়া যায়। আবার কোনো গ্রহ দুর্বল হয়ে অশুভ ফল দিলে, তাঁরা খাবার-দাবারে সামান্য পরিবর্তন এনে শুভ ফল ভোগ করতে পারেন।

দেখুন দিন হিসাবে —–

১. সোমবার – শিবের প্রিয় দিন। বিউলি ডাল, দুধ বা দুগ্ধ জাত দ্রব্য, চাল, পায়েস, আখ, মিষ্টি ইত্যাদি খাওয়া অত্যন্ত শুভ মনে করা হয়। চন্দ্রের জন্য এই দিন ভালো।

avilo digital service

২. মঙ্গলবার – বজরংবলী হনুমানের প্রিয় দিন মঙ্গলবার। এই দিন মুসুর ডাল, গুড়, বেদানা, যব, মধু, ঘি, লাল সরষে , লাড্ডুখাওয়া উচিত।

৩. বুধবার – গণেশ আরাধনার জন্য দিনটি শুভ। সবুজ শাক-সবজি খাওয়া বা এলাচ বুধের প্রিয়। এছাড়াও, মটর, জোয়ার, সবুজ ডাল, আমলকি খেলে সুফল পেতে পারেন।

৪. বৃহস্পতিবার –  এই দিন ছোলা, অরহর, মুগ ডাল, বেসন, ভুট্টা, কলা, সন্ধৈব লবণ খাওয়া উচিত।

৫. শুক্রবার – শুক্রকে মজবুত করার জন্য ত্রিফলা, মুগ ডাল, চিনি, দারচিনি, মিছরি, মূলো, শাক আলু, পায়েস খাওয়া উচিত।

৬. শনিবার – শনিবার কালো তিল, তিসি, খোসা সমেত কালো বিউলি ডাল, গোল মরিচ, লবঙ্গ, তেজপাতা, বিটনুন দিয়ে তৈরি খাবার খাওয়া উচিত।

আরো পড়ুন :- একটুকরো কাঁচা হলুদ আপনার জীবনে আনতে পারে সুখ – সমৃদ্ধি

৭. রবিবার – এই দিন ছোলা ও মুগ ডাল খেলে শুভ ফল লাভ করা যায়। কিন্তু মুসুর ডাল, আদা ও লাল শাক খাওয়া উচিত নয়।

#গ্রহ #জ্যোতিষ 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন