Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গ্রহ-শান্ত করতে সপ্তাহে কোন দিন কী খাবেন ? জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, খাবার-র মাধ্যমেও নানা গ্রহকে সন্তুষ্ট ও দুর্বল গ্রহকে মজবুত করা যায়। তাই সপ্তাহের দিন গুলিতে গ্রহ হিসেবে খাবার খেলে, সুফল পাওয়া যায়। আবার কোনো গ্রহ দুর্বল হয়ে অশুভ ফল দিলে, তাঁরা খাবার-দাবারে সামান্য পরিবর্তন এনে শুভ ফল ভোগ করতে পারেন।
দেখুন দিন হিসাবে —–
১. সোমবার – শিবের প্রিয় দিন। বিউলি ডাল, দুধ বা দুগ্ধ জাত দ্রব্য, চাল, পায়েস, আখ, মিষ্টি ইত্যাদি খাওয়া অত্যন্ত শুভ মনে করা হয়। চন্দ্রের জন্য এই দিন ভালো।
২. মঙ্গলবার – বজরংবলী হনুমানের প্রিয় দিন মঙ্গলবার। এই দিন মুসুর ডাল, গুড়, বেদানা, যব, মধু, ঘি, লাল সরষে , লাড্ডুখাওয়া উচিত।
৩. বুধবার – গণেশ আরাধনার জন্য দিনটি শুভ। সবুজ শাক-সবজি খাওয়া বা এলাচ বুধের প্রিয়। এছাড়াও, মটর, জোয়ার, সবুজ ডাল, আমলকি খেলে সুফল পেতে পারেন।
৪. বৃহস্পতিবার – এই দিন ছোলা, অরহর, মুগ ডাল, বেসন, ভুট্টা, কলা, সন্ধৈব লবণ খাওয়া উচিত।
৫. শুক্রবার – শুক্রকে মজবুত করার জন্য ত্রিফলা, মুগ ডাল, চিনি, দারচিনি, মিছরি, মূলো, শাক আলু, পায়েস খাওয়া উচিত।
৬. শনিবার – শনিবার কালো তিল, তিসি, খোসা সমেত কালো বিউলি ডাল, গোল মরিচ, লবঙ্গ, তেজপাতা, বিটনুন দিয়ে তৈরি খাবার খাওয়া উচিত।
আরো পড়ুন :- একটুকরো কাঁচা হলুদ আপনার জীবনে আনতে পারে সুখ – সমৃদ্ধি
৭. রবিবার – এই দিন ছোলা ও মুগ ডাল খেলে শুভ ফল লাভ করা যায়। কিন্তু মুসুর ডাল, আদা ও লাল শাক খাওয়া উচিত নয়।
#গ্রহ #জ্যোতিষ