Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আর মাত্র কয়েকদিন। শীঘ্রই ইউনিফায়েড পেনশন স্কিম (UPS) চালু হতে চলেছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা নিশ্চিতভাবে একটি নির্দিষ্ট অঙ্কের পেনশন পাবেন। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) বৃহস্পতিবার এই বিষয়ে নোটিফিকেশন জারি করেছে। আগামী ১ এপ্রিল ২০২৫ থেকে UPS চালু হবে।
কীভাবে আবেদন করবেন?
১ এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পোর্টালে গিয়ে UPS-এর জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পে পেনশন পেতে হলে কর্মীদের UPS নির্বাচন করতে হবে এবং ক্লেম ফর্ম পূরণ করতে হবে। তবে কর্মচারীরা চাইলে বর্তমান ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) চালিয়ে যেতে পারেন।
UPS এবং NPS-এর মধ্যে কোনও একটি অপশন বেছে নিতে হবে ২৩ লক্ষ কেন্দ্রীয় কর্মচারীকে।
UPS-এর জন্য কারা আবেদন করতে পারবেন?
- বর্তমান কর্মী: যারা ১ এপ্রিল ২০২৫-এর আগে সরকারি চাকরিতে যোগ দিয়েছেন এবং NPS-এর আওতায় রয়েছেন, তাঁরা UPS-এ আবেদন করতে পারবেন।
- নতুন নিয়োগপ্রাপ্ত কর্মী: ১ এপ্রিল ২০২৫ বা তার পরে যাঁরা কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগ দেবেন, তাঁরা UPS-এ অন্তর্ভুক্ত হতে পারবেন। তাঁদের নিয়োগের ৩০ দিনের মধ্যে এই বিকল্প বেছে নিতে হবে।
- অবসরপ্রাপ্ত কর্মী: যারা NPS-এর আওতায় অবসর নিয়েছেন বা স্বেচ্ছাবসর নিয়েছেন, তাঁরা UPS-এ যোগ দিতে পারবেন।
- কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে: বৈধ বিবাহিত জীবনসঙ্গী UPS-এর জন্য আবেদন করতে পারবেন।
UPS-এ কতটা কন্ট্রিবিউশন করতে হবে?
বিজ্ঞপ্তি অনুযায়ী, UPS-এ কর্মচারীদের মাসিক কন্ট্রিবিউশন হবে তাঁদের বেসিক বেতন এবং মহার্ঘ্য ভাতার (DA) ১০%। এই অর্থ কর্মীর ব্যক্তিগত PRAN (Permanent Retirement Account Number)-এ জমা হবে। একই পরিমাণ অর্থ সরকারও জমা দেবে।
আরও পড়ুন:- রোগা হওয়ার জনপ্রিয় ওষুধ Mounjaro (মৌনজারো) এবার ভারতে, কত দাম-কত ডোজ নিতে হবে? জেনে নিন
পাশাপাশি, কেন্দ্রীয় সরকার UPS নির্বাচনকারী কর্মীদের জন্য (বেসিক বেতন + DA)-এর অতিরিক্ত ৮.৫% কন্ট্রিবিউশন দেবে।
UPS-এর অধীনে ন্যূনতম পেনশন হবে মাসিক ১০,০০০ টাকা। তবে এই সুবিধা পেতে হলে কমপক্ষে ১০ বছর চাকরির মেয়াদ পূর্ণ করতে হবে।
কোন ফর্ম জমা দিতে হবে?
- বর্তমান কর্মচারীরা: ১ জানুয়ারি ২০০৪-এর পরে যারা চাকরিতে যোগ দিয়েছেন এবং NPS-এ রয়েছেন, তাঁরা UPS-এ আবেদন করতে ফর্ম A2 পূরণ করবেন।
- নতুন নিয়োগপ্রাপ্ত কর্মী: ১ এপ্রিল ২০২৫-এর পরে যাঁরা যোগ দেবেন, তাঁরা UPS-এর জন্য ফর্ম A1 পূরণ করবেন।
- অবসরপ্রাপ্ত কর্মী: NPS-এ অবসর নেওয়া কর্মীরা UPS-এ যোগ দিতে চাইলে তাঁদের ফর্ম B2 এবং KYC নথি জমা দিতে হবে।
- কর্মচারীর মৃত্যু হলে: বৈধ বিবাহিত জীবনসঙ্গীকে ফর্ম B6 এবং KYC নথি জমা দিতে হবে।
কীভাবে আবেদন করবেন?
সকল বিভাগের জন্য UPS-এ অনলাইনে আবেদন এবং ক্লেম ফর্ম পাওয়া যাবে প্রোটিন CRA-এর ওয়েবসাইটে:
🔗 https://npscra.nsdl.co.in
চাইলে অনলাইনের পাশাপাশি সশরীরে গিয়েও ফর্ম জমা দিতে পারবেন।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সরকারি প্রকল্পের তালিকা। জানুন আবেদন করলে কে কী সুবিধা পাবেন?
আরও পড়ুন:- প্রচন্ড মাথা ব্যথায় ভোগেন? কি খেলে মাথা ব্যথা থেকে মুক্তি পাবেন, জেনে নিন