সরকারি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে চান তবে দেখে নিন সেরা স্কিমের তালিকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এমন অনেক মানুষ আছেন যারা ভবিষ্যতের জন্য সঞ্চয় প্রকল্প বা বিনিয়োগ স্কিমে নিজেদের উপার্জন থেকে মাসে মাসে কিছু টাকা বিনিয়োগ করে থাকেন। আর এই কারণের জন্য কেন্দ্র সরকারের তরফেও অনেক বিনিয়োগ প্রকল্প নিয়ে আসা হয়েছে, আজকে সেই সকল তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনি যে পরিমাণ অর্থ উপার্জন করছেন আপনার কর্মক্ষেত্র থেকে, তার থেকে কিছুটা অংশ প্রত্যেকেই ভবিষ্যতের জন্য সঞ্চয় করার কথা ভাবেন।

সেরা সরকারি সঞ্চয় প্রকল্প ২০২৫

বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি ব্যাংক, পোস্ট অফিস কিংবা শেয়ার বাজারের সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করার কথা চিন্তা ভাবনা করেন। আপনার অর্থ শুধুমাত্র ব্যাংকে জমা রাখলে সেখান থেকে খুব বেশি সুদ আপনি পাবেন না, এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হল এমন একটি জায়গায় বিনিয়োগ করা যেখানে আপনার অর্থ নিরাপদ থাকবে এছাড়া লাভ যুক্ত গ্যারান্টি সহ রিটার্ন পাবেন। অনেকেই বিনিয়োগের ক্ষেত্রে কোন জায়গা সর্ব সেরা হবে এটা বুঝে না পেয়ে বিনিয়োগ করা থেকে বিরত থাকেন।

সেরা সরকারি বিনিয়োগ পরিকল্পনা

এর কারণ হলো অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা থাকে বেসরকারি কোন জায়গায় অর্থ বিনিয়োগ করলে ঝুঁকির সম্ভাবনা বেশি। এমন ভাবনা আপনার মনে থেকে থাকলে আজকের এই প্রতিবেদনটি আপনারই ভাবনা থেকে একটু হলেও রেহাই দেবে। প্রত্যেকটি মানুষ সরকারি যে কোনো সঞ্চয় প্রকল্প বা বিনিয়োগ স্কিমকে বেশি বিশ্বাস করেন। সরকারি এমন কয়েকটি প্রকল্প রয়েছে।

আরও পড়ুন:- বাড়িতে উইন্ডো এসি লাগাবেন নাকি স্প্লিট এসি? কিভাবে বুঝবেন, জানুন

Best Investment Schemes 2025

যেখানে আপনি বিনিয়োগ করলে আর্থিক নিরাপত্তা পাবেন অন্য দিকে লাভজনক রিটার্ন পাবেন। এমনই পাঁচটি প্রকল্প সম্পর্কে জানাতে আজকের এই প্রতিবেদন। আপনিও যদি এমন ভরসাযোগ্য নিরাপদ বিনিয়োগ মাধ্যম খুঁজে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে ফেলুন। সরকারের যে প্রকল্প গুলোতে বিনিয়োগ করলে আপনি আর্থিক নিরাপত্তা সহ লাভজনক রিটার্ন পাবেন সেই গুলি সম্পর্কে নিম্নে পরপর আলোচনা করা হলো।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme)

এই সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করার জন্য সবথেকে বেশি সুবিধা পাবেন ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা। বয়স্কদের জন্য আর্থিক সঞ্চয় এর সেরা সেরা প্রকল্প হল এই স্কিম। পোস্ট অফিসের এই প্রকল্পে আপনার বিনিয়োগ করা অর্থের ওপর সুদ পেয়ে যাবেন ৮.২ শতাংশ। বয়স্ক ব্যক্তিদের জন্য পোস্ট অফিসের এই স্কিম একটি লাভজনক স্কিম হিসেবে পরিচিত।

সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)

আপনার যদি কন্যা সন্তান থাকে এবং সেই সন্তানের জন্য আপনি বিনিয়োগ করার কথা ভেবে থাকেন তাহলে সর্বসেরা প্রকল্প হলো এটি। আপনার সন্তানের বয়স ১০ বছর পর্যন্ত আপনি এই প্রকল্পের বিনিয়োগ করার সুযোগ পাবেন। এই প্রকল্পে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা থেকে বিনিয়োগ করার সুযোগ পাবেন। আপনার কন্যা সন্তানের বয়স যখন ২১ বছর হবে তখন সুদ সমেত বিনিয়োগের টাকা তুলতে পারবেন। এই প্রকল্পের বিনিয়োগ করলে আপনি ৮ শতাংশ সুদ পাবেন।

রেকারিং ডিপোজিট (Recurring Deposit 2025)

পোস্ট অফিসের এই প্রকল্পে আপনি পাঁচ বছরের জন্য বিনিয়োগ করার সুযোগ পাবেন। এই প্রকল্প আপনি একক ভাবে বা যুগ্মভাবে একাউন্ট খুলতে পারবেন। এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনি সুদ পাবেন ৬.২০ শতাংশ। এই সরকারি স্কিমে অনেক মানুষ বিনিয়োগ করে লাভ পেয়েছেন এবং এখন বিনিয়োগ করলে ভালো টাকা রিটার্ন পাওয়া যাবে।

ন্যাশানাল সেভিংস স্কিম (National Savings Scheme 2025)

সরকারি প্রকল্পের মধ্যে এটি একটি লাভজনক বিনিয়োগ স্কিম। এখানে আপনি ১০০ টাকা থেকে বিনিয়োগ করার সুযোগ পাবেন এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এই সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের উপর ৭.৭ শতাংশ সুদ পাওয়া যায়।

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম (Post Office Time Deposit 2025)

আপনি যদি স্বল্প মেয়াদি কোন বিনিয়োগ প্রকল্প খুজে থাকেন, তাহলে এই প্রকল্প অন্যতম ভালো প্রকল্প। এখানে আপনি এক বছর দুই বছর তিন বছর অথবা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করার সুযোগ পাবেন। এই স্কিমে বিনিয়োগ করলে আপনি বিনিয়োগের উপর সুদ পাবেন ৭.৫ শতাংশ।

উপরে সরকারি প্রকল্পের মধ্যে পাঁচটি স্কিম সম্পর্কে আলোচনা করা হলো। এমন অনেকেই রয়েছেন, যারা স্বল্প মেয়াদি স্কিম খুঁজে থাকেন, যার মাধ্যমে অল্প সময়ের মধ্যে লাভজনক রিটার্ন আসবে। আবার অনেকে দীর্ঘমেয়াদী স্কিম পছন্দ করেন। সরকারি প্রকল্পের যেই গুলো আলোচনা করা হলো সেখানে আপনি এই দুই রকম সুবিধাই পাবেন সাথে পাবেন আর্থিক নিরাপত্তা ও গ্যারান্টি সহ লাভজনক রিটার্ন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতন যে কোন একটিতে বিনিয়োগ করলে ভবিষ্যতে অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবেন।

আরও পড়ুন:- ঘুমের সঙ্গে রয়েছে ক্যানসারের যোগ ! কি জানালেন চিকিৎসক ?

আরও পড়ুন:- পথ দুর্ঘটনায় সাহায্য করতে কি এগিয়ে আসেন বাংলার মানুষ? জানুন সমীক্ষা কি বলছে

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন