Jio-র ৩৬৫ দিনের ফ্রী কলিং ও ইন্টারনেট অফার সঙ্গে ফ্রী Jio Hotstar, দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমান দৈনন্দিন জীবনে খাদ্য ও বাসস্থান এবং কাপড় ছাড়া অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ইন্টারনেট পরিষেবা। এককথায় বলা চলে ইন্টারনেট ছাড়া বর্তমানে মানুষ অচল। তাইতো ভারতে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলির মধ্যে প্রতিনিয়ত নানা অফার নিয়ে প্রতিযোগিতা দেখা দেয়। এদিকে সাধারণ মানুষ নতুন নতুন অফার খুঁজতে নানা টেলিকম কোম্পানিও পরিবর্তন করে থাকে। আজকে আপনাদের জন্য এমন এক অফার নিয়ে আসা হয়েছে যেখানে সারা বছর বিনা চিনতাই পেয়ে যাবেন আনলিমিটেড কলিং পরিষেবা সঙ্গে এসএমএস ও দৈনিক নির্দিষ্ট ডাটা প্যাক। আসুন তাহলে এই এক বছরের অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

বিভিন্ন টেলিকম কোম্পানির সুবিধা

বর্তমানে আমাদের দেশে জনপ্রিয় টেলিকম কোম্পানিগুলির মধ্যে অন্যতম হলো জিও এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ আরো কয়েকটি টেলিকম কোম্পানি হল এয়ারটেল, ভিআই এবং বিএসএনএল। প্রতিনিয়ত এই কোম্পানিগুলির সাধারণ জনগণের জন্য নানা ধরনের জনমুখী এবং আগ্রহী অফার নিয়ে আসছে। তবে বর্তমানে দেশের বিভিন্ন টেলিকম কোম্পানি গুলির মধ্যে সব থেকে সস্তায় পরিষেবা প্রদান করছে জিও টেলিকম কোম্পানি। শুধু তাই নয় বর্তমানে দেশজুড়ে চলছে IPL খেলা, সেক্ষেত্রেও নানা অফার দিচ্ছে এই কোম্পানি গুলি। 

আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ

জিও-র ১০০ বা ১৫০ রিচার্জে ফ্রী জিও হট্সটার

গত কিছুদিন আগে জিওর বেশ কয়েকটি অফার সম্পর্কে আলোচনা করা হয়েছিল যেখানে আপনি শুধু ১০০ টাকা কিংবা দেড়শ টাকা রিচার্জ করে ইন্টারনেট পরিষেবা সহ ফ্রি জিও হটস্টার থেকে নানা পরিষেবা পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে অবশ্যই গ্রাহকদের আগে থেকে কোন রিচার্জ প্ল্যান একটিভ থাকতে হবে। সে রিচার্জ প্ল্যান একটিভ থাকার দরুন এই রিচার্জ করলে অতিরিক্ত ইন্টারনেট সহ ফ্রি জিও হটস্টার পরিষেবা দেওয়া হবে। এবার আজকে এমন এক অফার সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে একটা ঝটকায় আপনি সারা বছর ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন। 

জিও-র ১ বছরের জন্য ফ্রী অফার

আজকে যে জিওর অফার সম্পর্কে বলতে যাচ্ছি সেটি হলো জিওর সারা বছরের অফার অর্থাৎ বাৎসরিক রিচার্জ প্ল্যান। এই বাৎসরিক রিচার্জ প্লানে আপনি পেয়ে যাবেন সারা বছর অর্থাৎ ৩৬৫ দিন প্রতিদিন বাবত ২.৫ জিবি ইন্টারনেট, প্রতিদিন ১০০ টি এসএমএস এবং সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং। এই অফার এর সঙ্গে আপনি পেয়ে যাবেন ৯০ দিনের ফ্রি হটস্টার পরিষেবা। তবে এর জন্য আপনাকে রিচার্জ করতে হবে ৩৫৯৯ টাকা। আপনি এই অফার নিতে পারবেন my jio এর অ্যাপ থেকে অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে। 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন