Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার অগ্রদ্বীপে শুরু হয়েছে গোপীনাথের মেলা ৷ মেলা থেকে কাটারি কিনলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ কিন্তু কেন ? জবাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপি নেতার রহস্যজনক মন্তব্য, “একটি দা (কাটারি) দিয়েই সব কাজ মিটে যাবে ৷”
মঙ্গলবার থেকে কাটোয়ায় শুরু হয়েছে বিখ্যাত গোপীনাথের মেলা ৷ এদিন মেলা ঘুরে দেখেন দিলীপ ঘোষ ৷ গোপীনাথের মন্দিরে পুজো দেন তিনি ৷ অবশেষে একটি কাটারি কেনেন তিনি ৷ আর তা দেখেই সকলের প্রশ্ন শুরু হয় ৷ এরপর সাংবাদিকদের বিজেপি নেতা বলেন, “দা অনেক কাজে লাগে । বুঝতে পারবেন যখন কাজ হবে । সব কাজ হয়ে যাবে এক কাটারি দিয়েই ।” তবে এতটুকুই ৷ আর কোনও বাড়তি কথা না-বলে মেলার মধ্যে ঢুকে পড়েন তিনি ৷ কিন্তু, বিজেপি নেতার এই মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন ।
সম্প্রতি, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে দিলীপ ঘোষের প্রশংসা করতে শোনা যায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে । তিনি বলেন, “বড় নেতার পরিচয় পাওয়া যায় তাঁর আচরণে । 2015 সালের আগে কেউ বোঝেনি দিলীপ ঘোষ একজন উল্লেখযোগ্য নেতৃত্বের ভূমিকা পালন করবেন ।” পাশাপাশি, শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে তিনি বলেন, “শুভেন্দু অধিকারী চক্রান্ত করতে ভালোবাসে ।”
আরও পড়ুন:- ATM থেকে টাকা তোলার চার্জ আরও বাড়ছে। কবে থেকে, কত খরচ? জেনে নিন
কাটোয়ার মেলায় কাটারি কিনলেন দিলীপ
হুমায়ুন কবীরের সেই মন্তব্যের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমার পাশে কাউকে থাকার দরকার নেই । দিলীপ ঘোষ একাই একশো । আমি দলের সঙ্গে আছি । এখন হুমায়ুন কবীর কী বলবেন জানার দরকার নেই । সেটা ওনার মতামত ।” শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হুমায়ুনের কটাক্ষ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কারও সঙ্গে কারও মনোমালিন্য থাকতেই পারে । আমার সঙ্গে কারও ঝগড়া, দ্বন্দ্ব বা ঝামেলা নেই । আমি সকলকে নিয়ে চলতে ভালোবাসি । বাকি আমাকে নিয়ে কে সার্টিফিকেট দিল, তাতে আমার কিছু এসে যায় না ।”
ছয় দিনের লন্ডন সফরে গিয়ে মর্নিং ওয়াক করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ সেখানে ব্যাক-ওয়াক অর্থাৎ পিছন দিকে হাঁটতে আরম্ভ করেন মুখ্যমন্ত্রী । এই নিয়ে সোশাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এদিন, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “বাসে উঠলে কনডাক্টর বলে থাকেন, দাদা পিছন দিকে এগিয়ে যান । পশ্চিমবঙ্গও সেই রকমভাবে পিছন দিকে এগিয়ে যাচ্ছে এখন ।”
আরও পড়ুন:- বিরাট সুখবর! ভারতীয় রেলে ১০ হাজার শূন্যপদে নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখুন
আরও পড়ুন:- ফুচকা প্রেমীরা আজই সাবধান হোন ! কি বলছেন ডায়েটিশিয়ান ? জেনে নিন