Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের সকল ডিগ্রি উত্তীর্ণ চাকরিজীবীদের জন্য বন দপ্তরে চাকরির দারুন সুযোগ। ভারতের বন জরিপ দপ্তরে টেকনিক্যাল অ্যাসোসিয়েট ও ইউডিসি পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাহলে যেসব প্রার্থীরা এখানে আবেদন করবেন তারা শীঘ্রই দেখেনিন আবেদন পদ্ধতি, যোগ্যতা, বেতনসীমা, বয়সসীমা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।
FSI Recruitment 2025: বিবরণ
পদের নাম ও শূন্যপদের সংখ্যা:
- সুপারিনটেনডেন্ট পদে- ১০ টি শূন্যপদ
- টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে- ০১ টি শূন্যপদ
- সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে- ০১ টি শূন্যপদ
- উচ্চ বিভাগের ক্লার্ক পদে- ০৩ টি শূন্যপদ
- স্টেনোগ্রাফার গ্রেড I পদে- ০৫ টি শূন্যপদ
- সিনিয়র ড্রাফটসম্যান পদে- ০২ টি শূন্যপদ
যোগ্যতার মানদণ্ড (Forest Survey of India Recruitment 2025 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য আবেদনকারীদেরকে BE/ B.Tech, MCA, M.Sc, ME/ M.Tech ও ডিগ্রি কমপ্লিট করতে হবে।
বয়সসীমা: এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩৫ থেকে ৫৬ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:- সন্তানের ব্রেন হবে আইনস্টাইনের মতো, সকালে এই ৬ কাজ করান
আবেদন পদ্ধতি
আবেদনকারীদের এখানে q মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তার জন্য প্রার্থীরা প্রথমে ভারতের বন জরিপ দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ (fsi.nic.in) করে অ্যাপ্লিকেশন ফর্মটি সংগ্রহ করবেন। তারপর ফর্মটি পূরণ করবেন এবং দরকারি নথি গুলো জেরক্স করবেন। তারপর এই জয়েন্ট ডিরেক্টর (FGD), ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, কৌলাগড় রোড, PO IPE, দেরাদুন- ২৪৮১৯৫ ঠিকানায় স্পিড পোস্ট অথবা নিজে গিয়ে জমা করে দিবেন।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
অ্যাপ্লিকেশন ফী: এখানে আবেদনের জন্য প্রার্থীদের কাছ থেকে কোনো প্রকার আবেদন মূল্য চাওয়া হয়নি।
আবেদন শেষ তারিখ: টেকনিক্যাল অ্যাসোসিয়েট ও সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে আবেদন করার শেষ তারিখ হলো ২৯শে মার্চ ২০২৫ এবং সুপারিনটেনডেন্ট, সিনিয়র ড্রাফটসম্যান, স্টেনোগ্রাফার গ্রেড I, উচ্চ বিভাগের ক্লার্ক পদে আবেদন করার শেষ তারিখ হলো ৩১শে মার্চ ২০২৫।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারীদের এখানে সরাসরি ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে চাকরিতে নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | fsi.nic.in |
আরও পড়ুন:- পিঠ- কোমরের ব্যথায় ভুগছেন? প্রতিকারের ৫ ঘরোয়া উপায় জেনে রাখুন
আরও পড়ুন:- ক্যানসার, ডায়াবেটিস সহ জীবনদায়ী ওষুধের দাম বাড়তে চলেছে, বিস্তারিত জানুন