শিশুদের জন্য নতুন স্কিম আনল মোদী সরকার। জেনে নিন সুবিধা, যোগ্যতা ও আবেদন পদ্ধতি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এবারে বাচ্চাদের জন্য পিএম কেয়ারস (PM Cares) প্রকল্প নিয়ে এসেছে মোদী সরকার এবং এই স্কিমের মাধ্যমে দেশের কোটি কোটি বাচ্চাদের কি সুবিধা হবে সেই সম্পর্কেই আজকে এই প্রতিবেদনে বিস্তারিত তথ্য আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন, শিশু থেকে বয়স্ক প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্কিম এনেছেন, যেই গুলি দ্বারা অর্থনৈতিক সাহায্য করার মাধ্যমে জীবন যাত্রার মান উন্নয়ন করার চেষ্টা চলছে।

PM Cares Government Scheme for Children

আমরা সবাই জানি, ২০২০ সালে করোনা মহামারী এসেছিল, যার ফলে সাধারণ জনজীবন যেমন বিপর্যস্ত হয়ে পড়েছিল, ঠিক তেমনি বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছিলেন। করোনাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, মা বাবাকে হারিয়ে অনেক শিশু অনাথ হয়ে গিয়েছেন। এই অনাথ শিশুদের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি কর্মসূচি শুরু করেছিলেন। আর এই কর্মসূচি শুরু করা হয়েছিল করোনায় অনাথ হওয়া শিশুদের জন্য।

পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কিম ২০২৫

করোনার জেরে সারা দেশে কয়েক লাখ শিশু অভিভাবক হারিয়ে অনাথ হয়ে পড়েছে। NCPR বা ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, করোনার শুরুর সময় কাল অর্থাৎ ১ এপ্রিল ২০২০ থেকে ১১ জানুয়ারি ২০২২ পর্যন্ত গোটা দেশে প্রায় ১.৪৭ লাখ শিশু মা বাবাকে হারিয়েছে। এই সমস্ত অনাথ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও জীবন যাপনের জন্য আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে বৃত্তি প্রদান করার জন্যই এই স্কিমের সূচনা।

PM CARES for Children Scheme Benefits

শিশুদের জন্য পিএম কেয়ার স্কিমের অধীনে সুবিধা গুলি হলো – স্কুলে যাচ্ছে এমন শিশুদের স্কলারশিপ দেওয়া হবে, এছাড়া এই অনুষ্ঠানে ‘পিএম কেয়ার ফল চিলড্রেন’ এর একটা করে পাস বই ও ‘আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার স্বাস্থ্য কার্ডও তুলে দেওয়া হয়। শিশুদের জন্য স্বাস্থ্য কার্ড দেওয়া হবে তার মাধ্যমে চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পাবেন।

পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কিম শর্ত

এই স্কিমের মাধ্যমে ১৮ বছর বয়স থেকে মাসিক বৃত্তি দেওয়া শুরু হয় এবং ২৩ বছর বয়সে এককালীন ১০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়। এই স্কিমের অধীনে কেউ যদি প্রফেশনাল কোর্স বা উচ্চ শিক্ষার জন্য এডুকেশন লোনও নিতে চায়, সেই সুবিধা দেওয়া হবে এই স্কিম থেকে। এছাড়া প্রত্যেক মাসে তাদের ৪০০০ টাকা করে দেওয়া হবে, যাতে তারা দৈনন্দিন খরচ চালাতে পারেন।

PM CARES Scheme Main Purpose

করোনাতে বাবা মাকে হারিয়েছে এমন শিশুদের সঠিক পদ্ধতিতে সর্বাধিক যত্ন দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করা, স্বাস্থ্য বীমার মাধ্যমে তাদের সুস্থতার খেয়াল রাখা, শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে তোলা এই স্কিমের লক্ষ্য। করোনাতে যে শিশুরা তাদের মা বাবাকে হারিয়ে অনাথ হয়ে পড়েছে, সেই সমস্ত শিশুদের জন্য এই পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কিম তাদের শিক্ষা, স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনযাপনে অনেকটাই ভূমিকা রাখবে যা তাদের আগামীতে চলার পথকে অনেকটাই সুগম করবে।

 

আরও পড়ুন:- জেল সুপারের কাছে ‘লিভ ইন’ করার আর্জি সাহিল-মুসকানের, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:- কম বিনিয়োগে ১০টি লাভজনক ব্যবসার আইডিয়া, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন