সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পরে নাইটদের কি বার্তা দিলেন বাদশা ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  “দ্রুতই তোমাদের সঙ্গে দেখা হবে,” সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পরে বার্তা শাহরুখ খানের । প্রতিটি ম্যাচের পরেই টিম কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কথা বলেন কিং খান ৷ স্টেডিয়ামে উপস্থিত থাকলে খেলার পর ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন নাইট মালিক। কখনও কখনও মাঠে নেমে ক্রিকেটারদের অভিনন্দনও জানান। নচেৎ টিম সিইও ভেঙ্কি মাইসোরের মাধ্যমে বার্তা পাঠান।

বৃহস্পতিবার ইডেনে হায়দরাবাদের বিরুদ্ধে 80 রানে জয় তুলে নেওয়ার পরে ‘বাদশার বার্তা’ এল নাইটদের সজঘরে ৷ দলের পারফরম্যান্সে ভূয়সি প্রশংসা করে তিনি বলেনন, “আমি টিম মিটিংয়ে থাকতে পারলে এইরকম চ্যাম্পিয়নের মত খেলার রহস্য জানতে পারতাম। চ্যাম্পিয়নের মত খেলেছ তোমরা । অভিনন্দন অঙ্গকৃশ। অধিনায়ক অজিঙ্ক ফ্যান্টাস্টিক ৷ অসাধারণ ব্যাটিং এবং ক্যাপ্টেন্সি করেছ ৷ ভেঙ্কটেশ খুব বেশি চিন্তা কর না। পিচে যেমন থাকো তেমনই থাক । রিঙ্কু সিং তোমাকে হাসতে দেখে আমি খুশি হয়েছি। তুমি চ্যাম্পিয়ন। বোলাররাও দারুণ করেছ। বরুণ, সুনীল দু’জনকে একসঙ্গে বল করতে দেখা সত্যিই ম্যাজিকাল। আমি ভাগ্যবান তোমাদের দু’জনকে একসঙ্গে বল করতে দেখছি । হর্ষিত দারুণ ক্যাচ নিয়েছ এবং বল করেছ । বৈভব তুমি এই ম্যাচের তারকা। এইভাবে খেল এবং নিজেদের কৌশলে স্থির কর। আন্দ্রে রাসেল, মঈন ভাই, রামনদীপ সকলে মিলে দারুণ চেষ্টা করেছ । খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পার্টি করব, দ্রুত দেখা হবে।”

সানরাইজার্সের বিরুদ্ধে অনায়াসে জয়ে বড় ভূমিকা নেন ভেঙ্কটেশ আইয়ার। প্রায় 24 কোটির এই প্লেয়ার প্রথম কয়েকটি ম্যাচ রান না-পাওয়ায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল । কিন্তু বৃহস্পতিবার তাঁর 29 বলে 60 রানের ইনিংস সামালোচকদের মুখ বন্ধ করে দেয় ৷ কঠিন পরিস্থিতি থেকে দলকে বার করে নিয়ে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলছন বেঙ্কটেশ নিজেও । তিনি বলেন, ‘‘দলের সর্বোচ্চ দরের ক্রিকেটার মানেই প্রত্যেক ম্যাচে বড় রান করব, তা তো হয় না । তবে হ্যাঁ, চাপে অবশ্যই ছিলাম । এই ইনিংসের পরে কিছুটা স্বস্তিবোধ করছি।’’

আরও পড়ুন:- ডকুমেন্ট আপনার, সিমকার্ড তুলেছে অন্য কেউ। কী ভাবে বুঝবেন? জেনে নিন

Kolkata Knight Riders

ইডেনে হায়দরাবাদকে হারানোর পর নাইটরা (ছবি: সৌজন্যে কেকেআর)

 

ইতিমধ্যেই ইডেনের পিচের প্রশংসা করা হয়েছে নাইট শিবির থেকে । অধিনায়ক রাহানে এই ধরনের পিচ পাওয়ার কথা বলেছেন ৷ গুরবাজ সিং ম্যাচের পরে ইডেনের মালিদের সঙ্গে দেখা করেন এবং বাংলায় কথা বলেন। আফগান হলেও যেন তিনি আধা বাঙালি হয়ে গিয়েছেন ৷ ম্যাচের পরে এই দলগত পারফরম্যান্সের প্রশংসা করেছেন হেডকোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর ব্র্যাভো। মাঠেই ‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’ গানের তালে নাচেন ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং এবং ব্র্যাভো স্বয়ং। পরে জয়ের উৎসবে কেক কাটা এবং তা ক্রিকেটাররা পরস্পরকে মাখিয়ে দেন ৷ তবে এসব ভুলে পরের ম্যাচের প্রস্তুতিতে ঝাপিয়ে পড়তে চাইছেন নাইটরা।

Kolkata Knight Riders

হায়দরাবাদ ম্যাচে ভেঙ্কটেশের বিধ্বংসী ব্যাটিং (ছবি: সৌজন্যে কেকেআর)

 

মঙ্গলবার দুপুরে ইডেনেই লখনউ সুপারজায়েন্টসের বিরুদ্ধে নামছে কেকেআর ৷ আগের ম্যাচে সানরাইজার্সকে হারিয়ে লিগ টেবিলে ‘লাস্ট বয়’ থেকে পাঁচ নম্বরে উঠে এসেছে রাহানে অ্যান্ড কোং ৷ চার ম্যাচে নাইটদের সংগ্রহ 4 পয়েন্ট ৷ দু’টি ম্যাচ জিতলেও দুটিতে হারতে হয়েছে নাইটদের ৷

আরও পড়ুন:- টার্গেট পূরণে ব্যর্থ হওয়ায় কর্মচারীকে কুকুরের মতো হাঁটানো হল, কোথায় ঘটলো এমন ঘটনা ?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন