কিছু টিপস মেনে চলুন ! নতুবা মা লক্ষ্মী ছেড়ে যাবে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কিছু টিপস মেনে চলুন ! মা লক্ষ্মীকে ধন, রত্ন, ঐশ্বর্য্যের দেবী বলা হয়। সকলেই চায় নিজের বাড়িতে দেবী মা লক্ষীর বাস রাখতে। মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখলে আমাদের সংসার সুখ সমৃদ্ধিতে ভরতে থাকে। কিন্তু তা সত্ত্বেও অনেকের বাড়িতে মা লক্ষ্মী কিছু মুহূর্তও বসতে চান না কারণ লক্ষী চঞ্চলা তার অনাদর হলেই তিনি বাস্তু ছেড়ে চলে যান। এমন কিছু জিনিস আছে যা বাড়িতে রাখলে মা লক্ষী চলে যান।

বাড়ির বাস্তুতন্ত্র অনুযায়ী মেনে চলুন এই ১০ টি নিয়ম

জানুন বাড়িতে কি জিনিস থাকলে, সেই বাড়ি থেকে মা লক্ষ্মীর বাস উঠে যায়। তাই এখনই সরান সেই সব  জিনিস —–

১. নিজের ঘর বাড়ি সব সময় পরিস্কার ও পরিচ্ছন্ন রাখবেন। কখনও বাড়ির কোথাও মাকড়সার জাল থাকতে দেবেন না বাড়িতে। মাকড়সার জাল অর্থ সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে খুবই বাঁধা হয়ে দাঁড়ায়।

২. কোনদিন বাড়িতে জানালাতে ভাঙা কাঁচ কখন রাখবেন না। তা আপনার জন্য দারিদ্রতা ডেকে আনে।

৩. আপনার বাড়িতে টাকা রাখার স্থান সব সময় উত্তর দিকে করবেন। এতে অর্থ আরও আসবে।

৪. বাড়িতে যদি পায়রার বাসা থাকে তা এখনই সরান। না হলে অর্থের মুখ দেখবেন না কোনদিন।

৫. মৌচাকও অশুভ ইঙ্গিত দেয়। যে বাড়িতে থাকে অর্থনৈতিক সংকট দেখা দেয়।

আরও পড়ুন :- প্রেম বা বিবাহের সম্পর্ক ভাঙ্গা থেকে রক্ষা পেতে মানুন এই নিয়ম গুলি

৬.  সবসময় জলের কল খুলে রাখবেন না। শুধুমাত্র জল অপচয় নয়, অর্থের অপচয় হয়।

এই সকল টিপস মানলে আপনার অর্থ কষ্ট কিছুটা হলেও ঘুচবে।

Highlights

1. কিছু টিপস মেনে চলুন ! 

2. আপনার অর্থ কষ্ট কিছুটা হলেও ঘুচবে

#Ma Laxmi #Astro Tips

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন