অল্প টাকায় ব্যবসার টিপস ! দেখুন একনজরে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- অল্প টাকায় ব্যবসার টিপস ! ছোট ব্যবসা গুলির মধ্যে থেকে নিজের পছন্দ, আগ্রহ ও দক্ষতা অনুযায়ী কোনও বেছে নিয়ে আপনিও কম টাকায় লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। দেখুন তার ছোট তালিকা —-

১.  পুরনো জিনিস সংগ্রহ করে বা কিনে নিয়ে তা বিক্রি করতে পারেন বেশি দামে। ভাল অবস্থায় থাকা জিনিস সংগ্রহ করতে পারলে লাভ হবে, আর ক্রেতা দোকানে পাবেন নানারকম পুরনো ব্যবহার্য জিনিস।

business

২. চাষীদের থেকে পণ্য সংগ্রহ করে পৌঁছে দিতে হবে দোকানে। চাষী এবং ফড়েদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। ব্যবস্থা করতে হবে মাল পরিবহণেরও।

৩. বাজারে অনেক বহুজাতিক সংস্থার পটেটো চিপস্ পাওয়া গেলেও স্থানীয় দোকানে এই চিপস্-এর চাহিদা রয়েছে। চিপস্ সংরক্ষণের জন্য বড় এয়ারটাইট পাত্র কিনে বাড়ি থেকেই শুরু করতে পারেন এই ব্যবসা।

৪. উন্নতমানের গুঁড়ো মশলা তৈরি করে তা প্যাকেট করে বিক্রি করতে পারলে ভাল লাভ হতে পারে। আজকের দিনে কেউই মশলা বাটার ঝামেলা রাখতে চায় না, তাই প্যাকেট জাত মশলার চাহিদা প্রচুর।  ৫০-৫৫ হাজার টাকার খরচ করতে হবে।

৫. কাগজের কাপ-প্লেট তৈরির ব্যবসা শুরু করলে হলে একটি যন্ত্র বসাতে হবে। কাপ যন্ত্রের দাম শুরু ৬ লক্ষ টাকা থেকে। পরিবেশ সচেতনতার কারণে এর প্রচলন বাড়ছে।

আরও পড়ুন :- মাত্র ১০ হাজার টাকা দিয়ে এই পরিষেবা ব্যবসা করে মাসে উপার্জন করুন ৫ থেকে ৭ লাখ টাকা

৬. পরিবেশ সচেতনতা বৃদ্ধির সাথে বাড়ছে কাগজের ব্যাগের ব্যবহার। তাই এই ব্যাবসা করতে পারেন।

Highlights

1. অল্প টাকায় ব্যবসার টিপস !

#Business #Money

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন