Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ আন্দোলন থেকে তাণ্ডবলীলা চালানোর যে অভিযোগ উঠেছে, তার নেপথ্যে বিজেপির কোনও এজেন্সির হাত থাকতে পারে বলে মনে করছে তৃণমূল ৷ শনিবার এমনটাই জানিয়েছেন শাসক দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ এনিয়ে তদন্তও দাবি করেছেন তিনি ৷ তবে তিনি কোন ধরনের তদন্ত চাইছেন, তা স্পষ্ট করেননি ৷
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, “আমরা বারবার বলছি, বিজেপি যেটা চাইছে, যেটা করাচ্ছে, সেটাকে রাজনীতির ইস্যু করে তারাই আবার কোর্টে যাওয়ার কথা বলছে ৷ অর্থাৎ মানুষের আবেগকে প্ররোচনা দেওয়া, বিপথে চালিত করা, আঘাত করা, বিভিন্ন এজেন্সিকে অপারেট করিয়ে সেই এলাকায় প্ররোচনা দিয়ে অস্থিরতা তৈরি করা, সেটাকে আবার রাজনীতিতে এনে কোর্টে যাওয়া, ধর্মীয় ভেদাভেদমূলক বিবৃতি দেওয়া, এসব বিজেপিই করছে কি না, সেটাও তদন্তের বিষয় ৷ আমরা বারবার বলছি, যাঁরা প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন ৷ আপনারা বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না ৷ বিজেপি আপনাদের উত্তেজিত করছে ৷”
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রসঙ্গে কুণাল এদিন বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন কথাবার্তা বলে এরাই মানুষকে প্ররোচনা দেয় ৷ এখানে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলে ৷ অথচ দু’বছর ধরে যখন মণিপুর জ্বলে, তখন এদের এসব জ্ঞান কোথায় থাকে ? প্রধানমন্ত্রী তো সেখানে একবার যাওয়ার প্রয়োজনও মনে করেন না ৷ কয়েকটি জায়গায় এরা প্ররোচনা দিচ্ছে ৷ খোদ ওয়াকফ আইনই একটা প্ররোচনা ৷ মানুষের একাংশের আবেগে আঘাত ৷ তারপরেও এলাকার ভিত্তিতে এই প্ররোচনা দেওয়া হয়েছে ৷’’
তিনি আরও বলেন, ‘‘আমরা মানুষকে বারবার বলছি, পুলিশ-প্রশাসন তাদের কাজ করছে ৷ যাঁরা ওয়াকফ বিল নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের বারবার বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ দেখান ৷ বিজেপির প্ররোচনায় পা দেবেন না ৷ বিজেপি আপনাদের আবেগে আঘাত করছে, যাতে আপনারা উত্তেজিত হয়ে ওঠেন ৷ সেই গন্ডগোলের সুযোগে তাদের অভ্যন্তরীণ এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে ৷’’
কুণালের অভিযোগ, ‘‘গন্ডগোল তৈরি করে বিজেপি সেটাকেই আবার ইস্যু করতে চাইছে ৷ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে ৷ তিনি বলছেন, বিজেপির ওয়াকফ সংশোধনী বিল এখানে প্রযোজ্য হবে না ৷ এনিয়ে 16 তারিখ মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছেন ৷ সেদিন গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে ৷”
কুণালের দাবি, “এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এখানে হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, সব ধর্মের সমান অধিকার ৷ কেন্দ্রীয় সরকার যে অন্যায় বিল পাশ করেছে, তৃণমূল প্রতিবাদ করেছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন ৷ এর প্রতিবাদে যা যা করার, সেটা করা হবে ৷ কিন্তু তার জন্য কেউ এমন কোনও উগ্র প্রতিবাদ করবেন না, যাতে জনজীবনের ক্ষতি হয়, যাতে বিজেপির সুবিধে হয়ে যায় ৷ গোটা ঘটনার পিছনে বিজেপির উস্কানি আছে কি না, সেটাও তদন্ত করে দেখা দরকার ৷”
আরও পড়ুন:- 26/11 মুম্বই হামলার পেছনে তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? সামনে এলো বিস্ফোরক তথ্য