Bangla News Dunia, Pallab : চলতি বছরে আবারো কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) CTET 2025 জুলাই সেশনের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই অর্থাৎ এপ্রিলের মধ্যেই অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ পাবে এবং এর কিছুদিন পরেই অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই বোর্ড পক্ষ থেকে পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ৬ জুলাই ২০২৫ নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে
আবেদন প্রক্রিয়া ও সম্ভাব্য সময়সীমা:
বিগত বছরের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল মার্চ মাসে তবে এ বছর কিছুটা তৈরি করে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তবে চলতি এপ্রিল মাসেই শুরু হবে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া। আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে CTET এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে।
পরীক্ষার ধরণ ও যোগ্যতা:
CTET মূলত প্রাইমারি সেকশন এবং আপার প্রাইমারি সেকশনে দুইটি পেপারে বিভক্ত – পেপার I ও পেপার II। পেপার I-এর জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর এবং ২ বছরের প্রাথমিক শিক্ষা ডিপ্লোমা (D.El.Ed) থাকতে হবে।
পেপার II-এর জন্য যোগ্যতা হিসেবে থাকা দরকার স্নাতক ডিগ্রি এবং ২ বছরের D.El.Ed বা B.Ed ডিগ্রি। এখানে আবেদন জানাতে হলে প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে অবশ্যই ১৮ বছরের বেশি।
কাট-অফ ও উত্তীর্ণের শর্ত:
CTET পরীক্ষায় পাশ করতে হলে সাধারণ প্রার্থীদের ন্যূনতম ৬০% নম্বর (৯০ নম্বর) এবং SC/ST/OBC প্রার্থীদের ৫৫% বা ৮২ নম্বর পেতে হবে। এই শর্ত পূরণ হলেই প্রার্থীরা CTET উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবেন।
সার্টিফিকেটের বৈধতা:
এখানে পাস করার বিশেষ সুবিধা হল একবার CTET উত্তীর্ণ হলে প্রার্থী একটি CTET উত্তীর্ণ সার্টিফিকেট পাবেন, যার বৈধতা বর্তমানে আজীবন (Lifetime Validity)। অর্থাৎ, একবার পাশ করলে ভবিষ্যতে আর পরীক্ষা দিতে হবে না।
আরো পড়ুন : মুর্শিদাবাদে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন