গরমে ঘর ঠাণ্ডা রাখতে চান ! রাখুন এই সমস্ত গাছ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গরমে ঘর ঠাণ্ডা রাখতে চান ! আপনি  গরমে নাজেহাল হয়ে পড়ছেন ? ফ্যানের হাওয়া আর গায়েই লাগছে না ? তাই গরমকাল এলে এই সব সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে। সেই সঙ্গে আবার সারা দেহে র‍্যাশ তো উপরই পাওনা বলা চলে। NASA-র আর্থ সায়েন্স স্টাডি বলছে  এমন কিছু গাছ আছে যা প্রচণ্ড গরমে পাতার মাধ্যমে কিছুটা আর্দ্রতা মোচন করে। ফলে চারপাশের পরিবেশ কিছুটা ঠাণ্ডা অনুভূত হয়।

avilo digital marketing

এক নজরে দেখুন ——

১. অ্যালো ভেরা গাছ একদিকে ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করে, তেমনই ঘরের তাপমাত্রা কমাতেই খুবই উপকারী।

২. ফিকাস বেঞ্জামিনা বলে একটি গাছ বাতাসে ঘরের আর্দ্রতা মোচনের ইঙ্গিত দিয়ে চোখের জল ফেলে। ঘরের শোভা বাড়ানোর সঙ্গে উপরি পাওনা এই গাছের তাপমাত্রা শীতল রাখার ক্ষমতা।

৩. স্পাইডার প্ল্যান্ট এই গাছ ঘরের ভেতরে রাখুন। দেখবেন বাতাস পরিশুদ্ধ করে সারা ঘরের উষ্ণতা অনেকখানি কমিয়ে দেবে।

৪. বস্টন ফার্ন গাছ ঘরের শোভা বাড়ানোর সঙ্গে এর অন্যতম প্রধান কাজ হল বাতাস পরিশুদ্ধ রাখা। তাই এই গাছ ছায়ায় রেখে বার বার জল দেওয়া উচিত।

আরও পড়ুন :- চানক্য নীতি : এই প্রকার লোকেদের জীবনে আর্থিক সমস্যা লেগেই থাকে

৫. স্নেক প্ল্যান্ট আপনার ঘরের জানলার উপর রেখে দিন এই গাছ। খুব শীঘ্রই দেখবেন উত্তাপ শোষণ করে ঘরের আবহাওয়াকে শীতল করে তুলবে।

এই সকল গাছ আপনি বাড়ি আনুন আর গরম থেকে মুক্তি পান।

Highlights

1. গরমে ঘর ঠাণ্ডা রাখতে চান !

2. এই সকল গাছ আপনি বাড়ি আনুন আর গরম থেকে মুক্তি পান

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন  

#Plant #House

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন