Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অনেকেই চুলে রঙ করতে চান, কিন্তু ভয় পান—কঠিন হবে না তো? চুল নষ্ট হবে না তো? আসলে চুলে রঙ করা মোটেও তেমন কঠিন কিছু নয়। তবে কিছু বিষয় জেনে রাখা জরুরি, যাতে চুলে রঙ ভালোভাবে বসে এবং চুলের ক্ষতিও না হয়।
চুলে রঙ আগে…
প্রথমেই জানতে হবে আপনি কী ধরনের চুলে রঙ করতে চান—পার্মানেন্ট, সেমি-পার্মানেন্ট, না কি টেম্পোরারি। পার্মানেন্ট রঙ অনেকদিন থাকে, কিন্তু এতে রাসায়নিক বেশি থাকে। সেমি-পার্মানেন্ট রঙ কিছু সপ্তাহ থাকে, তুলনামূলক কম ক্ষতিকর। টেম্পোরারি রঙ এক-দু’বার ধোয়ার পরেই উঠে যায়।
রঙ করার আগে চুল একবার ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত নয়। কারণ চুলের প্রাকৃতিক তেল চুলকে রঙের ক্ষতি থেকে কিছুটা রক্ষা করে। তাই রঙ করার আগের দিন শ্যাম্পু না করাই ভালো।
চুলে রঙ কীভাবে করবেন?
রঙ করার সময় প্রথমে গ্লাভস পরে নিতে হবে। তারপর রঙ ও ডেভেলপার মিশিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। চুলের ভাগ করে ভাগ করে রঙ লাগাতে হয়, যাতে প্রতিটি চুলে রঙ ঠিকমতো বসে। রঙ লাগানোর পর নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট।
তারপর ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে ফেলতে হয় এবং চুলে কন্ডিশনার লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নেওয়া ভালো।
চুলে রঙ করার মাথায় রাখুন
১. অ্যালার্জি টেস্ট করুন – রঙ লাগানোর ২৪ ঘণ্টা আগে স্কিন প্যাচ টেস্ট করে দেখুন আপনার চামড়ায় কোনও প্রতিক্রিয়া হয় কি না।
২. খালি হাতে রঙ ছোঁবেন না – গ্লাভস না পরলে হাতে দাগ পড়তে পারে।
৩. চোখে রঙ গেলে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে ফেলুন – প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
৪. খাবার রঙ বা কাপড় রঙ চুলে ব্যবহার করবেন না – এতে চুল ও স্ক্যাল্প দুটোই নষ্ট হতে পারে।
চুলে রঙ করার পর কী করবেন?
রঙ করার পর রঙ করা চুলের জন্য তৈরি শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে। খুব গরম জল এড়িয়ে চলুন। চুলে ঘনঘন হিট স্টাইলিং (স্ট্রেইটনার, কার্লার) ব্যবহার না করাই ভালো।
চুলে রঙ করা মোটেও কঠিন নয়, বরং সঠিক নিয়ম মেনে করলে চুল থাকবে স্টাইলিশ আর সুন্দর। সাহস করে একবার করে দেখুন, নিজেকেই চিনতে পারবেন না আয়নায়!