বিয়ের পরদিনই চেনা মেজাজে দিলীপ, প্রাতর্ভ্রমণে বেরিয়ে কাটলেন জন্মদিনের কেক !

By Bangla News Dunia Dinesh

Published on:

dilip ghosh

Bangla News Dunia , Pallab :  শুক্রবারই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর শনিবারই বিজেপি (BJP) নেতা ধরা দিলেন চেনা মেজাজে। রুটিন মেনে সকালে প্রাতর্ভ্রমণে হাজির হন ইকো পার্কে। গলায় হলুদ-গেরুয়া উত্তরীয় পরে বুঝিয়ে দিলেন, বিয়ে করলেও রাজনীতি থেকে ছুটি নিচ্ছেন না তিনি। আজ তাঁর জন্মদিনও (Dilip Ghosh Birthday) বটে। তাই ইকো পার্কে কেকও কাটেন তিনি।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।

দিলীপ ঘোষ বলেন, ‘অনেকে ভাবছে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়। সারা জীবন হাঁটালেও বিয়ে হবে না। যখন হওয়ার তখনই হবে।’ স্ত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে যে ইকো পার্কে মর্নিং ওয়াক করার সময় তাঁর আলাপ হয়নি, তাও স্পষ্ট করেন দিলীপ। তিনি বলেন, ‘ও মর্নিং ওয়াক করার লোক নয়। তিনি দলের পুরোনো কর্মী। দলের কাজে নানা জায়গায় দেখা হত। হঠাৎ বিয়ের ব্যাপারটা এসেছে।’ বিয়ের পরও রাজনীতি থেকে যে তিনি ছুটি নিচ্ছেন না, তা স্পষ্ট করেন দিলীপ। জন্মদিনে কেক কাটার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দিলীপ ঘোষের মিশন কখনও পালটাবে না। আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন, তা তাঁর দলের জন্য। তাই রাজনীতি থেকে সরে যাওয়ার কোনও ইচ্ছা নেই তাঁর। লক্ষ্যও থাকবে একইরকম।’

এদিন দিলীপকে ঘিরে দেখা যায় অনুগামীদের ভিড়। অনেকে বাড়ি থেকে পায়েস তৈরি করে আনেন। একাধিক কেক পৌঁছেছে দিলীপের জন্য।

আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন