Bangla News Dunia, Pallab : শুল্কনীতি নিয়ে বিতর্কের আবহেই সোমবার ৩ দিনের ভারত সফরে আসছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সূত্রের খবর, সোমবার সকালে দিল্লির পালাম বিমানঘাটিতে নামবেন ভান্স। তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী ঊষা এবং তিন সন্তান ইওয়ান, বিবেক এবং মিরাবেল। সোমবার সন্ধ্যায় ভান্স ও তাঁর পরিবারের জন্য একটি নৈশভোজের আয়োজন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদির। তবে তাঁর আগে মোদি-ভান্স দ্বিপাক্ষিক বৈঠক হবে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন : মানসিক আঘাতের চিকিৎসায় সেরা হোমিওপ্যাথি ওষুধ !
মোদির আমেরিকা সফরের সময় দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য বানিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। পরবর্তীতে সেই চুক্তি চুড়ান্ত করার ব্যাপারে আলোচনাও হয়েছে দুই পক্ষের। সোমবার মোদি ও ভান্সের বৈঠকে এই দ্বিপাক্ষিক চুক্তির ব্যাপারটি নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি শুল্কনীতি নিয়েও আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
সোমবার সকালে ভান্স সপরিবারে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির পরিদর্শন করতে যাবেন বলে জানা গিয়েছে। এরপর মোদির সঙ্গে নৈশভোজ সারা হলে সোমবার রাতেই ভান্স চলে যাবেন জয়পুর। মঙ্গলবার জয়পুরের বেশ কিছু ঐতিহাসিক স্থান ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। বিকেলে জয়পুরেই একটি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন তিনি। বুধবার সপরিবারে ভান্সের যাওয়ার কথা আগ্রার তাজমহল পরিদর্শনে। সেখান থেকে বিকেলেই জয়পুরে ফিরে আসবেন তাঁরা। এরপর বৃহস্পতিবার জয়পুর থেকেই আমেরিকার উদ্দেশ্যে সপরিবারে রওনা দেবেন ট্রাম্পের ডেপুটি।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন