বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্তমানে অনেকেই বিদ্যুৎ বিলের (Electricity Bill) চাপ সামাল দিতে হিম শিম খাচ্ছেন। এই অবস্থায় রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক পদক্ষেপ বিদ্যুৎ বিল কমানোর লক্ষ্যে নেওয়া হয়েছে। এখন গরমের মধ্যে সারা দিন পাখা চালানোর জন্য ও অনেকেই আছেন যারা এই প্রতিবেদন থেকে জেনে নিন সেই কার্যকর পদক্ষেপ গুলি যা আপনিও কাজে লাগাতে পারেন।

সরকারের উদ্যোগে বিদ্যুৎ বিল কমবে দ্রুত

সোলার প্যানেল বসানোর জন্য ভর্তুকি, সরকার ঘরোয়া পর্যায়ে সৌর বিদ্যুৎ ব্যবহারে উৎসাহ দিচ্ছে, ঘরে সোলার প্যানেল বসালে সরকার সরাসরি ভর্তুকি দিচ্ছে ৩০% পর্যন্ত, PM Surya Ghar Yojana অধীনে ৩ কিলো ওয়াট পর্যন্ত সোলার প্যানেলে সম্পূর্ণ ভর্তুকি দেওয়া হচ্ছে, এতে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল প্রায় ৭০% পর্যন্ত কমানো সম্ভব, এর জন্য আপনার বাড়ির ছাদে পর্যাপ্ত খোলা জায়গা থাকলে এটি একটি আদর্শ পন্থা।

আরও পড়ুন:- চলছে এনকাউন্টার, সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ 2 জঙ্গি। কাশ্মীরজুড়ে ব্যাপক তল্লাশি

কারেন্টের বিল কমাতে কি কি করনীয়?

  • LED বাল্ব ও এনার্জি এফিশিয়েন্ট ডিভাইস ব্যবহারে জোর
  • সরকার ইউজারদের এনার্জি এফিশিয়েন্ট যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহিত করছে।
  • LED বাল্ব, ৫ স্টার রেটেড ফ্যান ও ফ্রিজ ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কমে।
  • UJALA প্রকল্পের মাধ্যমে খুব কম দামে LED বাল্ব পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
  • এছাড়া কিছু রাজ্যে পুরোনো ফ্যান বা রেফ্রিজারেটরের বদলে নতুন এনার্জি সাশ্রয়ী ডিভাইস নেওয়ার জন্য বিশেষ ছাড়ও চালু হয়েছে।

স্মার্ট মিটার বসানো হচ্ছে

  1. সরকার স্মার্ট মিটার বসানোর কাজ জোর কদমে শুরু করেছে।
  2. স্মার্ট মিটারের মাধ্যমে আপনি প্রতি ঘণ্টার বিদ্যুৎ খরচ জানতে পারবেন।
  3. আপনি কোন সময় বেশি খরচ করছেন তা বুঝে ব্যবহার কমাতে পারবেন।
  4. বিলের ভুল হওয়ার সম্ভাবনাও কমে যায়।
  5. স্মার্ট মিটার চালুর ফলে বিদ্যুৎ অপচয় রোধ সম্ভব হচ্ছে বহু ক্ষেত্রে।

অফ পিক আওয়ারে বিদ্যুৎ ব্যবহারে ছাড়

বিভিন্ন রাজ্যে “টাইম অফ ইউজ” ট্যারিফ চালু হয়েছে। যেমন – রাত ১০ টার পর থেকে সকালে ৬টার মধ্যে বিদ্যুৎ খরচে প্রতি ইউনিটে ছাড় দেওয়া হচ্ছে, এই সময় কালকে বলা হয় “অফ পিক আওয়ার”, গিজার, ওয়াশিং মেশিন বা চার্জিং এই সময় ব্যবহার করলে বিল অনেকটা কমবে, বিদ্যুৎ সংরক্ষণের প্রচারে জন সচেতনতা, সরকার সাধারণ মানুষকে বিদ্যুৎ সংরক্ষণের বিষয়ে সচেতন করছে।

দূরদর্শন, রেডিও, সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে যাতে সকলে এই সম্পর্কে জানতে পারে, স্কুল, কলেজে বিদ্যুৎ সংরক্ষণ নিয়ে ক্যাম্পেইন, এতে ভবিষ্যৎ প্রজন্ম আরও সচেতন হচ্ছে বিদ্যুৎ অপচয় না করার বিষয়ে। বিদ্যুৎ বিল কমানো এখন আর শুধু স্বপ্ন নয়। সরকারের একাধিক কার্যকর উদ্যোগ ও আপনার কিছু সচেতনতা এক সাথে কাজ করলে সহজেই বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। এখনই এই সুযোগ গুলো কাজে লাগান এবং সাশ্রয়ী হোন।

 

আরও পড়ুন:- ধামাকা অফার! ফ্রিতে 5000GB ডেটা দিচ্ছে Jio! কিভাবে পাবেন জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন