Summer Vacation: শিক্ষা প্রতিষ্ঠানে ৫১ দিনের সবচেয়ে দীর্ঘ গরমের ছুটি ঘোষণা। তবে বাড়ি বসে প্রজেক্ট করতে হবে

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :-  চলতি বছর গ্রীষ্মের দাবদাহ অতীতের সব রেকর্ড ভেঙে দিচ্ছে। এই পরিস্থিতিতে, দেশের একাধিক রাজ্য সিদ্ধান্ত নিয়েছে স্কুলগুলির Summer Vacation 2025 বা গরমের ছুটি কিছুটা এগিয়ে আনার। ফলে প্রায় ৫১ দিন পর্যন্ত স্কুল ছুটি ২০২৫ সালে থাকছে। পড়ুয়াদের জন্য এটি হবে এখনও পর্যন্ত সবচেয়ে দীর্ঘ গরমের ছুটি।

আরও পড়ুন:- পর্যটকদের লক্ষ্য করে গুলি, প্রকাশ্যে পহেলগাঁও হামলার নতুন Video

শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি বাড়ছে

দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে উত্তর ও মধ্যভারতে, এপ্রিল মাসের শুরু থেকেই তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। অনেক জায়গায় দুপুরের পর রাস্তাঘাট শুনশান হয়ে যাচ্ছে। চিকিৎসকেরা সতর্ক করছেন, অতিরিক্ত গরমে অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতি মাথায় রেখেই শিক্ষা বিভাগগুলো গরমের ছুটি (Summer Vacation) ঘোষণা করেছে।

আরও পড়ুন:- ওষুধের দোকানে বিক্রি হওয়া নকল ওষুধ চিনবেন কীভাবে? বিস্তারিতভাবে বুঝে নিন

Summer vacation Holiday List 2025

কোন কোন রাজ্যে কতদিনের ছুটি?

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যভিত্তিক ছুটির তারিখ —

  • উত্তরপ্রদেশ (Uttar Pradesh): ১৫ মে থেকে ছুটি শুরু
  • বিহার (Bihar): ১৪ মে থেকে স্কুল বন্ধ
  • রাজস্থান (Rajasthan): ১৩ মে থেকে ছুটি শুরু
  • মধ্যপ্রদেশ (Madhya Pradesh): ১৮ মে থেকে স্কুল ছুটি
  • দিল্লি (Delhi): ২০ মে থেকে ছুটি
  • হরিয়ানা (Haryana): ১৯ মে থেকে ছুটি পড়ছে
  • ঝাড়খন্ড (Jharkhand): ১৯ মে থেকে স্কুল ছুটি
  • তেলেঙ্গানা (Telangana): ২১ মে থেকে ছুটি শুরু

সব রাজ্যেই স্কুলগুলি জুলাই মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে খুলবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:- আম্পায়ারকে ঘুষ? IPL-এ গড়াপেটা? সামনে আসলো চাঞ্চল্যকর VIDEO, দেখুন

পশ্চিমবঙ্গের কী অবস্থা?

এবারের গরমে পশ্চিমবঙ্গও পিছিয়ে নেই। রাজ্য সরকার জানিয়েছে, ৩০ এপ্রিল ২০২৫ থেকে পশ্চিমবঙ্গে গরমের ছুটি শুরু হবে।
গত বছরেও প্রায় দু’মাস ছুটি পেয়েছিল পড়ুয়ারা, তবে এবছর দাবদাহের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সম্ভাবনা রয়েছে, পরিস্থিতি বিবেচনায় ছুটির মেয়াদ বাড়তেও পারে। আর হয়তো মে মাস পুরোটাই ছুটি থাকতে পারে, এবং সেটা আরও বেড়ে জুন মাসের মাঝামাঝি ও হতে পারে। তবে সবটাই নির্ভর করছে পরিবেশ পরিস্থিতি ও শিক্ষা দপ্তরের সিদ্ধান্তের উপর। আগে থেকে কিছু বলা সম্ভব নয়।

পশ্চিমবঙ্গে গরমের ছুটি

  • ছুটি শুরু: ৩০ এপ্রিল ২০২৫
  • ছুটি বাড়ার সম্ভাবনা: তাপমাত্রার উপর নির্ভরশীল
  • স্কুল খোলার সম্ভাব্য সময়: জুলাই ২০২৫

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

কেন এত দীর্ঘ গরমের ছুটি?

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ায় তাপপ্রবাহের সংখ্যা ও তীব্রতা দুটোই বাড়ছে। ফলে শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া, দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীরাও নিজেদের সুস্থ রাখতে পারবেন।

গরমের ছুটিতে কী করবেন পড়ুয়ারা?

গ্রীষ্মকালীন ছুটি মানে শুধুই বিশ্রাম নয়, সৃজনশীল কিছু করারও সময়। শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী প্রত্যেক পড়ুয়াকে Summer Project করতে হবে। কোন শ্রেণীর পড়ুয়াদের কি কি করতে হবে, ছুটির আগে প্রত্যেক ক্লাসে জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পড়ুয়ারা চাইলে এই ছুটির সময় —

  • পছন্দের বই পড়তে পারে
  • নতুন কোনও স্কিল (যেমন ছবি আঁকা, গান শেখা) শিখতে পারে
  • বাড়িতেই হালকা ব্যায়াম বা যোগব্যায়াম করতে পারে
  • পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মানসিকভাবে চাঙ্গা থাকতে পারে

তবে চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন, অতিরিক্ত রোদে বেরোনো থেকে বিরত থাকতে এবং শরীরে পর্যাপ্ত জল বজায় রাখতে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন