পাঁচ সেশনে টানা দাম বাড়ল এই ছয় স্টকের ! বিনিয়োগকারীরা পেলেন 13% পর্যন্ত রিটার্ন

By Bangla News Dunia Dinesh

Published on:

stock market

Bangla News Dunia, দীনেশ :- চলতি সপ্তাহের শেষ দুই সেশনে শেয়ার বাজারে পতন দেখা গিয়েছে। কিন্তু পাঁচটি ট্রেডিং সেশনের হিসাবে সেনসেক্স প্রায় 0.84 শতাংশ অথবা 659 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সূচকটি 25 এপ্রিল পর্যন্ত পাঁচ ট্রেডিং সেশনের শেষে 79212 পয়েন্টে বন্ধ হয়েছিল। বাজারের এই সামান্য বৃদ্ধির মধ্যে BSE500 সূচকে থাকা ছ’টি স্টক পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

অপার ইন্ডাস্ট্রিজ

এই কোম্পানির শেয়ারের দাম চলতি সপ্তাহে প্রায় 13 শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংস্থাটির শেয়ার চলতি সপ্তাহের শেষে বম্বে স্টক এক্সচেঞ্জে প্রায় 5540.60 টাকায় বন্ধ হয়েছে। বর্তমানে সংস্থাটির মার্কেট ক্যাপ রয়েছে 22256 কোটি টাকা। তিন বছরে স্টকে মিলেছে প্রায় 717.44 শতাংশ রিটার্ন। পাঁচ বছরের হিসাবে রিটার্নের পরিমাণ ছিল 1770.24 শতাংশ।

আরও পড়ুন:- আম্পায়ারকে ঘুষ? IPL-এ গড়াপেটা? সামনে আসলো চাঞ্চল্যকর VIDEO, দেখুন

অতুল লিমিটেড

এই সংস্থার শেয়ারের মূল্যও পাঁচ সেশনে 13 শতাংশ বেড়েছে। শুক্রবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জে কোম্পানির শেয়ারের দাম 2.73 শতাংশ বেড়ে হয়েছে 6404 টাকা। কোম্পানির বাজারগত মূল্য রয়েছে 18854 কোটি টাকা। এক বছরের হিসাবে শেয়ারের দরবৃদ্ধির হার ছিল 8.94 শতাংশ। পাঁচ বছরে মিলেছে প্রায় 39.20 শতাংশ রিটার্ন।

আরও পড়ুন:- ওষুধের দোকানে বিক্রি হওয়া নকল ওষুধ চিনবেন কীভাবে? বিস্তারিতভাবে বুঝে নিন

টেক মাহিন্দ্রা

পাঁচ দিনে সংস্থার শেয়ারের দাম বেড়েছে 12 শতাংশ। কোম্পানির শেয়ারের দাম শুক্রবার NSE -তে রয়েছে 1462 টাকা। সংস্থার স্টকের মার্কেট ক্যাপ রয়েছে 143129 কোটি টাকা। এক বছরের হিসাবে শেয়ারের দাম বেড়েছে প্রায় 22.83 শতাংশ।

ড. লাল প্যাথল্য়াবস লিমিটেড

Dr. Lal Pathlabs -এর শেয়ারের দাম পাঁচ সেশনে প্রায় 7 শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ারের দাম শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 4.42 শতাংশ বেড়ে হয়েছে 2911.20 টাকা। কোম্পানির মার্কেট ক্য়াপ রয়েছে 24335 কোটি টাকা। এক বছরে শেয়ারের দর বেড়েছে প্রায় 24.91 শতাংশ।

আরও পড়ুন:- পর্যটকদের লক্ষ্য করে গুলি, প্রকাশ্যে পহেলগাঁও হামলার নতুন Video

পলি মেডিকিওর লিমিটেড

Poly Medicure -এর শেয়ারের দাম পাঁচ সেশনে প্রায় 6 শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার NSE -তে স্টকের দাম রয়েছে 2534.60 টাকা। কোম্পানির শেয়ারের দর গত এক বছরে প্রায় 60.01 শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে।

মাহিন্দ্রা লাইফস্পেস ডেভলপারস

Mahindra Lifespace Developers -এর স্টকের দাম পাঁচ দিনে বেড়েছে 6 শতাংশ। শেয়ারের দাম বর্তমানে NSE -তে রয়েছে 338.40 টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে 5248 কোটি টাকা।

(এই প্রতিবেদনে বিশেষজ্ঞদের পরামর্শ, মতামত এবং সুপারিশ তাঁদের ব্য়ক্তিগত)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন