Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) তদন্তভার দেওয়া হল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-কে (NIA)। আগেই তদন্তের দায়িত্ব এনআইএ-কে দেওয়ার দাবি জানানো হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে ওই সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে, বর্তমানে ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই আবহেই বৃহস্পতি ও শুক্রবারের পর শনিবার রাতেও এলওসি-তে যুদ্ধবিরতি (LoC Ceasefire) লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাক সেনা। পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?
রবিবার ভারতীয় সেনার এক বিবৃতিতে বলা হয়েছে, ’২৬ এবং ২৭ এপ্রিল রাতের মাঝে নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় পাকিস্তানি ঘাঁটিগুলি থেকে ছোট অস্ত্রের মাধ্যমে গুলিবর্ষণ করা হয়েছে। টুটমারি গলি এবং রামপুর সেক্টর এলাকায় এটি ঘটেছে। আমাদের সেনারাও উপযুক্ত ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালিয়ে কার্যকরভাবে জবাব দিয়েছে।’ এই ঘটনায় ভারতীয় সেনা শিবিরে হতাহতের কোনও খবর নেই।
গত মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যু হয়েছে। ঘটনার পরই বুধবার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক বড় পদক্ষেপের কথা ঘোষণা করেছে ভারতের বিদেশমন্ত্রক। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত, ভিসা বাতিল, অটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পালটা পদক্ষেপ হিসাবে বন্ধ করে দেয় বাণিজ্য। সিমলা চুক্তি স্থগিত করার হুঁশিয়ারিও দেয় ইসলামাবাদ। এই আবহেই বৃহস্পতিবার রাত থেকে নিয়ন্ত্রণরেখায় বারবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। তবে কড়া জবাব দিচ্ছে ভারতও।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান