Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফের রক্তাক্ত উপত্যকা ৷ এবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে নিহত সমাজকর্মী গুলাম রসুল মাগ্রে ৷ রবিবার উপত্যকা পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার গভীর রাতে কান্দি খাসে তাঁর বাড়ির ভিতরে ঢুকে জঙ্গিরা 45 বছর বয়সি ওই সমাজকর্মীকে লক্ষ্য করে গুলি চালায়।
এরপরই মাগ্রেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই সমাজকর্মীর পেটে এবং বাঁ হাতে গুলি লেগেছে। খুনের সঠিক কারণের সন্ধানে তদন্ত শুরু করছে। জঙ্গিদের হাতে সমাজকর্মী খুন হওয়ার মাত্র কয়েকদিন আগে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈসরনে ভয়াবহ জঙ্গি হামলায় 26 জন পর্যটকের মৃত্যু হয়েছে ৷ এরপর উপত্যকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সেনা অভিযানও চলছে কাশ্মীরের বিভিন্ন এলাকায় ৷ এতকিছুর মধ্যেও প্রাণ হারালেন সমাজকর্মী ৷
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও ৷ এই নিয়ে পরপর তিনদিন গুলি চালাল পাক সেনা ৷ রবিবার এমনটাই জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে ৷ গত 22 এপ্রিল পহেলগাঁওয়ের বর্বরোচিত হামলায় 26 জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা বহু ৷
পর্যটকদের উপর সেদিনের জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ভারত সরকার ৷ সিন্ধু জল চুক্তি স্থগিত হয়েছে ৷ বন্ধ হয়েছে পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়াও ৷ আগে থেকে যে সমস্ত পাক-নাগরিক ভারতে ছিলেন তাঁদেরও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের দেশে ফিরে যেতে বলা হয়েছে ৷ এই আবহে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে পাক সেনা ৷
এই বিষয়ে রবিবার নিরাপত্তা আধিকারিকদের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ সেই বিবৃতি অনুযায়ী, “কাশ্মীর উপত্যকায় তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীতে নিয়ন্ত্রণরেখা বরাবর বিনা প্ররোচনায় গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ 26-27 এপ্রিল রাতে পাকিস্তানের একাধিক পোস্ট থেকে ছোট বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছে ৷ অবশ্য, ঘটনায় পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও ৷”
আরও পড়ুন:- ৪ অভ্যাস পুরুষের বন্ধ্যাত্বের কারণ, ভেঙে দেয় বাবা হওয়ার স্বপ্ন । বিস্তারিত জেনে নিন