Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কোন ফুলে কোন দেবতা তুষ্ট । পুজোর জন্য ফুল খুবই গুরুত্বপূর্ণ উপাদান। ঠাকুরের আসনের ভগবানকে ফুল দিয়ে সুন্দর করে সাজাতে সকলে খুব ভালোবাসেন। অনেকে আবার বিশেষ বিশেষ দিনে ঠাকুরঘর ও গোটা বাড়িটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলে। প্রিয় দেব দেবীর চরণে ফুল অর্পণ করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। যেমন ধরুন- কোন দেবতা কোন ফুলে তুষ্ট হন, কোন দেবতার পুজোয় কোন ধরণের ফুল ব্যবহার করতে হয়।
দেখেন নিন —-
১. আপনি দূর্বা ঘাস এবং যে কোন ফুল দিয়ে গণেশ দেবতার পুজো করতে পারেন।
২. মা দুর্গার পুজোর জন্য পদ্ম, চাঁপা ফুল ও পলাশ ফুল দিয়ে পুজো করলে মা সন্তুষ্ট হন।
৩. মা কালীর পুজোর ক্ষেত্রে রক্ত জবা ফুল ব্যবহার করতে হয়। যেটা মায়ের প্রিয় ফুল।
৪. পদ্ম, লাল গোলাপ এবং হলুদ খুবই প্রিয় মা লক্ষ্মীর। তাই মা লক্ষ্মীর পুজোয় এই ধরনের ফুল ব্যবহার করুন।
৫. লাল জবা বা গাঁদা ফুল ব্যবহার করতে পারেন বজরঙ্গবলীর পুজোতে।
৬. তুলসী, পদ্ম, মালসিরি, জুঁই, কদম, মালতী, বাসন্তী, চম্পা ফুল দিয়ে পুজো করুন ভগবান শ্রী নারায়ণকে।
৭. করবী, মালতী, পলাশ এবং গাঁদা ও তুলসী পাতা দিয়ে পুজো করুন গোপাল ঠাকুরকে।
আরও পড়ুন :- মহাদেবের কৃপাদৃষ্টি পেতে বাড়িতে পালন করুন এই নিয়ম গুলি
৮. সরস্বতী পুজোতে সাদা বা হলুদ রঙের ফুল ব্যবহার করুন।
এই সকল টিপস মেনে চলুন আর ভালো থাকুন।
Highlights
1. কোন ফুলে কোন দেবতা তুষ্ট
2. এই সকল টিপস মেনে চলুন আর ভালো থাকুন
#GOD #Flower