Bangla News Dunia, Pallab : সেনাকর্মীর বাড়িতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা পোস্টার! ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল ধনিয়াখালিতে। ইতিমধ্যেই সেনাকর্মীর পারিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ মিলতেই তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়
স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলির (Hooghly) ধনিয়াখালির চৈতন্যবাটিতে থাকেন গৌরব মুখোপাধ্যায়। তিনি দু’বছর আগে যোগ দেন ভারতীয় সেনায়। বর্তমানে তিনি জম্মু কাশ্মীরে কর্মরত। রবিবার তাঁর বাড়িতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ (India Pakistan) লেখা দুটি পোস্টার ছুড়ে দেওয়া হয়। সঙ্গে লেখা ‘গৌরবের মুন্ডু চাই। ভারতকে বাঁচাতে পারবি না। বাংলাকে পাকিস্তান বানিয়ে ছাড়ব।’
গোটা ঘটনা নিয়ে গৌরবের বাবা গৌতম মুখোপাধ্যায় বলেন, ‘পাশের বাড়ির সিসি ক্যামেরায় দেখা যায় একটি স্কুটারে চেপে দুজন আসে। মুখ ঢাকা ছিল তাঁদের। তাঁরাই এই কাগজগুলি ছোড়ে।’ অন্যদিকে, গোটা ঘটনার খবর পেয়ে সেনাকর্মীর বাড়িতে ছুটে আসেন বিধায়ক অসীমা পাত্র। তিনি বলেন, ‘ওই সেনা কর্মীর বাড়ি আমার বিধানসভার বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের বাগনান গ্রামে। তাঁর বাড়িতে কেউ বা কারা দুটো পোস্টার দিয়ে আসে। সোমবার ভোরেও তিনটে পোস্টার খামে ভরে জানালা দিয়ে ঢুকিয়ে দেয়। আমাদের সকলের দাবি যে বা যারা করেছে তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।’
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য