Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকার নারী স্বনির্ভরতার লক্ষ্যে শুরু করেছে “মুক্তির আলো প্রকল্প”। এই প্রকল্পের আওতায় সমাজের নির্দিষ্ট কিছু অংশের নারীদের এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রকল্প চালু হয়েছে এবং অনেকেই এর সুবিধা পেতে শুরু করেছেন। এই প্রতিবেদনে আমরা জানবো এই প্রকল্প কারা পাবেন, কীভাবে আবেদন করতে হবে, এবং এর মূল লক্ষ্য কী।
মুক্তির আলো প্রকল্প ২০২৫ পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ উদ্যোগ
এই প্রকল্প মূলত নির্দিষ্ট কিছু প্রান্তিক শ্রেণীর নারীদের জন্য চালু করা হয়েছে। এই সুবিধা পাওয়ার জন্য নিচের শর্ত গুলো পূরণ করতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হতে হবে, আগে যৌন পেশায় যুক্ত ছিলেন এমন প্রাক্তন যৌন কর্মীরা এই প্রকল্পের মূল উপভোক্তা, আবেদনকারীর বয়স কম পক্ষে ১৮ বছর হতে হবে, তিনি বর্তমানে অন্য কোনো সরকারি অনুদান বা স্কিমে একই ধরণের সুবিধা পাচ্ছেন না।
Muktir Alo Scheme 2025
সমাজে উপেক্ষিত ও অবহেলিত নারীদের সামাজিক মূল স্রোতে ফিরিয়ে আনা, তাদের স্বনির্ভরভাবে জীবিকা নির্বাহে সহায়তা করা, যৌন পেশা ত্যাগ করার পর যেন তারা অন্য কোনো কর্ম সংস্থানের সুযোগ পায়, সে লক্ষ্যে এককালীন সাহায্য প্রদান। বিশেষ করে পশ্চিমবঙ্গের যেই সকল যৌনপল্লী আছে সেখানে কর্মরত মহিলাদের জন্য এই প্রকল্পের সূত্রপাত বলেই মনে করেন অনেকে।
মুক্তির আলো প্রকল্প আবেদন পদ্ধতি
প্রকল্পে আবেদন করার পদ্ধতিটি বেশ সহজ। রাজ্য সরকার এই প্রকল্পের জন্য স্থানীয় Block Development Office (BDO), পুলিশ প্রশাসন এবং NGO দের সাথে যৌথভাবে কাজ করছে। আধার কার্ড ও ভোটার আইডি, প্রমাণপত্র, ব্যাংক একাউন্ট ডিটেলস, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি। যারা যাচাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হবেন, তাদের সরাসরি ২৫ হাজার টাকা ট্রান্সফার করা হবে।
পুরো প্রক্রিয়াটি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) এর মাধ্যমে সম্পন্ন করা হবে যাতে কোনো দুর্নীতি বা দেরি না হয়। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত হচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশাসনিক সংস্থার সহায়তায় এটি বাস্তবায়িত হচ্ছে।
মুক্তির আলো প্রকল্প নিয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
- এই প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে, আবেদন করতে কোনো টাকা লাগে না।
- কোনো ব্যক্তি যদি প্রকল্পের নাম করে টাকা দাবি করে, তাহলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় অভিযোগ জানান।
- যাদের আগের জীবন যৌন পেশায় কেটেছে কিন্তু বর্তমানে অন্য পেশায় যুক্ত, তারাও এই সুবিধার জন্য বিবেচিত হতে পারেন।
মুক্তির আলো প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি মানবিক এবং সাহসী পদক্ষেপ। যারা সমাজে অবহেলিত, বিশেষত প্রাক্তন যৌন কর্মী নারীরা তাদের জীবনে নতুন আলো জ্বালানোর জন্য এই প্রকল্প এক বিশাল সুযোগ, আপনার পরিচিত কেউ এই শ্রেণীর অন্তর্ভুক্ত হলে, তাকে এই স্কিম সম্পর্কে জানাতে ভুলবেন না। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
আরও পড়ুন:-প্রতিমাসে পাবেন ৯৩৭৫ টাকা! LIC-এর নতুন স্কিম দিচ্ছে দারুণ সুযোগ । বিস্তারিত জেনে নিন