LIC গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিট স্কিম চালু করল ! জানুন কি কি সুবিধা পাবেন ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) গ্রাহকদের জীবন বীমার সুযোগ সুবিধা প্রদান করেই থাকে। তবে সেসব ছাড়িয়ে এখন LIC তার গ্রাহকদের সুবিধার্থে আরম্ভ করেছে নতুন ফিক্সড ডিপোজিট স্কিম (LIC Fixed Deposit). ভারতের এলআইসি গ্রাহকরা সেই স্কিমের সুবিধা পাবেন। তবে খুব স্বাভাবিক ভাবেই বেশ কিছু নিয়ম মেনে তবেই এই স্কিমে আবেদন করা যাবে। আসুন এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

LIC Fixed Deposit Scheme

প্রত্যেকটি মানুষ নিজেদের সঞ্চয় নিয়ে চিন্তিত। আর সঞ্চয় বলতেই আসে ফিক্সড ডিপোজিটের কথা। আর যদি সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় আসে তাহলে তো পোয়াবারো। আর এবার সেই সুখবর আনলো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। দেশের প্রবীণ নাগরিক দের জন্য এক নতুন স্কিম চালু হল সম্প্রতি। আর এটি হল একটি ফিক্সড ডিপোজিট স্কিম। যে স্কিমে মূলত সিনিয়র সিটিজেনদের নির্দিষ্ট মাসিক আয় দেওয়া হচ্ছে।

এই স্কিমের মাধ্যমে কি কি সুবিধা পাবেন?

আপনাদের জেনে রাখা দরকার, এই স্কিমটি ডিজাইন করা হয়েছে সেই সমস্ত মানুষদের জন্য যারা অবসরের পর একটি নিশ্চিত জীবনযাপন চান, যারা আর্থিক দিক থেকে ঝুঁকি নিতে চান না আর যারা নিজেদের অর্থ বিনিয়োগ করে প্রতি মাসে একটি নির্দিষ্ট ইনকাম চান। আগেই বলা হল যে, LIC-র এই নয়া স্কিমটি প্রধানত ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য তৈরি করা হয়েছে।

তবে এই স্কিমটির বিশেষত্ব এটাই যে, এটি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতো শুধুমাত্র সঞ্চয় করাবে না, বরং এটি প্রতি মাসে নিশ্চিত আয়ও দেবে। শুধু তাই নয়, ব্যাংকের এফডির তুলনায় এই স্কিমে অনেক বেশি সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমটির আরো একটি সুবিধা হল কেউ যদি এই স্কিমে বিনিয়োগ করেন ও তার পরিবর্তে ঋণ নিতে চান, তাহলে সেটিও করা সম্ভব হবে। টাকা জমা রাখার পর যদি কোন কারণে আপনার টাকা তোলার প্রয়োজন হয়, তাহলে নির্দিষ্ট কিছু শর্ত মানলেই আগে থেকে টাকা তুলতে পারবেন। তবে সেক্ষেত্রে কিন্তু কিছু জরিমানা বা চার্জ কাটতে পারে।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন