জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় গুলি চালাল পাক সেনা, পালটা জবাব ভারতের

By Bangla News Dunia Dinesh

Published on:

Kashmir Terrorist and Army

Bangla News Dunia, Pallab : ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় গুলি চালাল পাকিস্তান। পহলগাম হামলার পর এনিয়ে টানা ছ’দিন সীমান্তে একই কাণ্ড ঘটাল পড়শি দেশটির সেনা। তবে পালটা জবাব দিয়েছে ভারতও।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

ভারতীয় সেনার তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে নিয়ন্ত্রণরেখার কাছে নওশেরা, সুন্দরবানী এবং আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনা। গুলির মাধ্যমেই পালটা জবাব দেন ভারতীয় জওয়ানরা। বিশেষজ্ঞরা মনে করছেন, জঙ্গিদের নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতেই এই কৌশল নিয়েছে ইসলামাবাদ। নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়ে ভারতীয় সেনাকে ব্যস্ত রেখে সেই সুযোগে জঙ্গিদের ফেরাতে চাইছে তারা। সেটা বুঝে সতর্ক রয়েছে ভারতও।

এদিকে, তদন্তে উঠে এসেছে, পহলগামে হামলার নেতৃত্বে ছিল পাক জঙ্গি হাশিম মুসা। সে পাক সেনার প্রাক্তন কমান্ডো। পরে লস্কর-ই-তৈবায় যোগ দেয়। অর্থাৎ পহলগামে জঙ্গি হামলার ঘটনার পেছনে পাকযোগ রয়েছে, তা অনেকটাই স্পষ্ট হয়েছে। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সদস্য বা কাশ্মীরি নন, এমন ব্যক্তিদের উপর হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল মুসাকে। গত বছর বারামুলা সহ কাশ্মীরের দুই জায়গায় হামলার নেপথ্যেও ছিল কট্টরপন্থী এই পাক জঙ্গি। পহলগামে হামলার আগে সোপোরে বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল মুসা। কোনও রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়েছিল সে। পহলগাম হামলার জম্মু ও কাশ্মীর পুলিশ যে জঙ্গিদের ছবি প্রকাশ করেছে, তার মধ্যে রয়েছে মুসাও।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন