নিয়ন্ত্রণ রেখায় টানা যুদ্ধবিরতি ভঙ্গ পাকিস্তানের ! ফোনে হুঁশিয়ারি ভারতীয় সেনাকর্তার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পরপর ৫ দিন। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের যুদ্ধবিরতি ভঙ্গ নিয়ে এবার কড়া অবস্থান নিল ভারত। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (Loc) বরাবর পাকিস্তানের বিনা উস্কানিতে গুলিবর্ষণ নিয়ে ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসরা (DGMO) হটলাইনে কথা বলেন।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

জানা গেছে, ভারতের ডিজিএমও রাজীব ঘাই কড়া ভাষায় যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পাকিস্তানকে সতর্ক করে বার্তাও দিয়েছেন তিনি। শুক্রবার থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এবং কুপওয়ারা জেলায় বিনা উস্কানিতে গুলিবর্ষণ করেছে পাকিস্তানি সেনা, মঙ্গলবারও নিয়ন্ত্রণ রেখা বরাবর তাদের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত ছিল।

গত সপ্তাহে পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে তীব্র উত্তেজনার আবহে গুলি চালানো শুরু করে পাকিস্তান। সেনাবাহিনীর সূত্রে জানানো হয়েছে, পাকিস্তানকে পাল্টা উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। তবে গুলিবিনিময়ের জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন