গৃহঋণে দারুন ছাড় দিচ্ছে LIC. সুদের হার জানলে চমকে যাবেন ।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) এবার হাউসিং লোনে (LIC Housing Loan) সুখবর এনেছে। এলআইসি জীবন বিমার সুবিধা প্রদান করেই থাকে। তবে এর সাথে নতুন ফিক্সড ডিপোজিট স্কিম ও গৃহঋণের সুবিধাও দিচ্ছে। এখন আপনি যদি গৃহঋণ নেবেন বলে স্থির করে থাকেন তবে এলআইসির হাউসিং লোনে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনি কি কি সুবিধা পাবেন? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

LIC Housing Loan Benefits

এলআইসি হল রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা। এই সংস্থা এবার গৃহঋণে মেগা অফার দিচ্ছে। যারা নতুন করে গৃহঋণ নেবেন বলে ভেবেছেন বিশেষ করে তাঁদের জন্য সুখবর। এখন ব্যাংক থেকেও বহু মানুষ গৃহঋণের জন্য আবেদন করেন। তবে LIC হাউসিং লোনে যদি আবেদন করেন তবে ব্যাপক সুবিধা পাচ্ছেন। বিশেষ করে এখানকার সুদের হারে আলাদা করে চমক রয়েছে।

সূত্রের খবর, সম্প্রতি সুদের হার কম করেছে এলআইসি (লাইফ ইনসিয়োর‌্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া) হাউজ়িং ফিন্যান্স। এই সরকারি সংস্থা বর্তমানে গৃহঋণের সুদে ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। যার ফলে এখন থেকে গ্রাহকরা খুব কম সুদে অর্থাৎ সর্বনিম্ন আট শতাংশ সুদে গৃহঋণ নিতে পারবেন। এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে চলতি বছরের ২৪ এপ্রিল থেকে।

গৃহঋণে রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবছরে পর পর দু’বার সুদের হার হ্রাস করেছে। যার ফলে রেপো রেট নেমে এসেছে ছ’শতাংশে। একদিকে কেন্দ্রীয় ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিতে একাধিক সরকারি এবং বেসরকারি ব্যাংক রেপো রেটের সঙ্গে সম্পর্কযুক্ত সুদের হার কম করতে থাকে। সেই তালিকায় এই বার যুক্ত হল এলআইসি হাউজ়িং ফিন্যান্সের নাম। যা জানা যাচ্ছে, সরকারি জীবন বিমা সংস্থাটির এই সিদ্ধান্তে গৃহঋণের মাসিক কিস্তি কম হয়েছে।

আরও পড়ুন:- হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

গৃহঋণ নিতে হলে কিভাবে সুবিধা পাবেন?

হাউজিং লোন নিতে আগ্রহী কোনো একজন ব্যক্তি যদি ২০ বছরের মেয়াদে মোট ১০ শতাংশ সুদের হারে ৩০ লক্ষ টাকা গৃহঋণ নেন, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে মাসে ২৮,৯৫০.৬৫ টাকা দিতে হবে। কিন্তু যেহেতু সুদের হার ২৫ বেসিস পয়েন্ট হ্রাস পেয়েছে তাই বর্তমানে সেটি নেমে আসবে ৯.৭৫ শতাংশে। এর ফলে মাসিক কিস্তি কমে দাঁড়াবে ২৮,৪৫৫.৫১ টাকা। অর্থাৎ স্পষ্ট হিসেব থেকে বোঝা যাচ্ছে ওই ব্যক্তির প্রতি মাসে প্রায় ৫০০ টাকা করে বাঁচবে। তবে একটা কথা মনে রাখা দরকার। লোন গ্রহণ করার জন্য একজন ব্যক্তির সিবিল স্কোর অত্যন্ত গুরুত্বপুর্ণ থাকছে।

উপসংহার: শুধুমাত্র এলআইসি হাইজ়িং ফিন্যান্স নয়, তার পাশাপাশি গাড়ি ও বাড়ির ঋণে সুদের হার কমানোর কথা ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত কানাড়া ব্যাঙ্কও। যারা এখানে লোন নেবেন বলে স্থির করেছেন, তাঁরা সর্বনিম্ন ৭.৯ শতাংশ বার্ষিক সুদে গৃহঋণ পাবেন ও সর্বনিম্ন ৮.২ শতাংশ বার্ষিক সুদে গাড়ি বা কার লোন নিতে পারবেন।

আরও পড়ুন:- সেদ্ধ না অমলেট, কোন ডিমে বেশি উপকার? জেনে রাখুন

আরও পড়ুন:- ১ মে থেকে মোবাইলের দাম কমছে অনেকটা। দেখে নিন বাজেটের মধ্যে সেরা মোবাইলের তালিকা

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন