Jio র দুর্দান্ত অফার! একবার রিচার্জ করলেই টানা ১১ মাস ফ্রি, বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতীয় টেলিকম দুনিয়ায় ফের চমক Jio র। মাত্র ৮৯৫ টাকায় প্রায় এক বছরের পরিষেবা একেবারে ফ্রি! এই অফারের কথা সামনে আসতেই Airtel ও Vi এর গ্রাহকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। জেনে নিন এই প্ল্যানে কী কী সুবিধা পাবেন এবং কেন এটি এত জন প্রিয় হয়ে উঠছে। আর আজকে এমন এক প্ল্যান সম্পর্কে জানিয়ে দিতে চলেছি যেখানে একবার রিচার্জ করলেই টানা ১১ মাসের ফ্রি সুবিধা পাবে গ্রাহকরা।

Jio দারুণ প্ল্যান নিয়ে হাজির

প্ল্যানের মূল্য ৮৯৫ ও মেয়াদ হবে ৩৩৬ দিন বা প্রায় ১১ মাসের জন্য। ২৮ দিনের জন্য 2 GB ডেটা থাকবে এবং ২৮ দিনের প্রত্যেক দিন ৫০ টি করে SMS এর সুবিধা দিচ্ছে কোম্পানি, মোট 22 GB ডেটা ব্যবহার করা যাবে। Jio TV, Jio Cinema, Jio Cloud সহ সমস্ত অ্যাপ ফ্রি। এছাড়াও এই প্ল্যানটির সবচেয়ে বড় আকর্ষণ হল এর দীর্ঘ মেয়াদ। ৯০০ টাকারও কম খরচে প্রায় এক বছরের মোবাইল পরিষেবা পাওয়াটা নিঃসন্দেহে অসাধারণ।

আরও পড়ুন:- হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

Airtel ও Vi কেন পিছিয়ে পড়ল?

Airtel এবং Vi-র একই দামের প্ল্যানে এত দীর্ঘ মেয়াদের সুবিধা নেই। অধিকাংশ ক্ষেত্রে তাদের ৮৯৯ টাকার প্ল্যানে সর্বোচ্চ ৮৪ দিনের মেয়াদ পাওয়া যায়। ফলে এই নতুন অফার কার্যত প্রতিযোগিতার বাইরে নিয়ে গেছে প্রতিদ্বন্দ্বীদের। জিও বরাবরই কম দামে বেশি সুবিধা দেওয়ার কৌশলে সফল হয়েছে। এবার তারা দীর্ঘ মেয়াদি গ্রাহকদের ধরে রাখতেই এমন আকর্ষণীয় প্ল্যান এনেছে। বেশি সময়ের জন্য গ্রাহক ধরে রাখা, মাঝে মধ্যে রিচার্জ ভুলে যাওয়ার সমস্যা দূর, কম খরচে নিশ্চিন্ত ব্যবহার।

কারা এই প্ল্যান থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন?

  • যারা প্রায় পুরো বছর একবারেই রিচার্জ করতে চান
  • যাদের ডেটা ব্যবহারের চাহিদা বেশি
  • যারা OTT কনটেন্টও নিয়মিত দেখেন
  • এছাড়াও প্রবীণ নাগরিক বা গ্রামাঞ্চলের গ্রাহকদের জন্যও এটি দারুণ এক অফার।

জিওর এই প্ল্যান নেবেন কীভাবে?

  1. জিও অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে ৮৯৫ প্ল্যান সিলেক্ট করুন
  2. UPI বা অন্য যে কোনো পেমেন্ট অপশনে পেমেন্ট করুন
  3. সঙ্গে সঙ্গে প্ল্যান অ্যাক্টিভেট হয়ে যাবে

মাত্র সামান্য টাকায় জিও দিচ্ছে প্রায় এক বছরের সুবিধা এটি যে টেলিকম বাজারে বড়সড় ধাক্কা দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। Airtel এবং Vi যেখানে এখনও ততটা দীর্ঘ মেয়াদ দিতে পারছে না, সেখানে Jio আগে ভাগেই গ্রাহকদের মন জিতে নিচ্ছে।

আরও পড়ুন:- সেদ্ধ না অমলেট, কোন ডিমে বেশি উপকার? জেনে রাখুন

আরও পড়ুন:- ১ মে থেকে মোবাইলের দাম কমছে অনেকটা। দেখে নিন বাজেটের মধ্যে সেরা মোবাইলের তালিকা

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন