জন্ডিস প্রাণ কেড়েছে এপ্রিলে, ‘স্কুলের সেরা’ মেয়ের রেজাল্ট দেখে কান্নায় ভেঙে পড়ল পরিবার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : এমনটা যে হতে পারে, তা হয়তো কেউ ভাবেনি। কিন্তু হলো এটাই। যার জন্য এতো সবকিছু, সে আজ নেই। অকাল মৃত্যু তাকে নিয়ে চলে গেছে। আসানসোলের (Asansol) ইসমাইলের বাসিন্দা থৈবি মুখোপাধ্যায় এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে স্কুলের সেরা। তার প্রাপ্ত নম্বর ৬৭৪। পশ্চিম বর্ধমান জেলার সেরা ১০ জনের মধ্যে রয়েছে তার নাম। এদিকে শুক্রবার সকালে রেজাল্ট জানার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন থৈবির বাবা-মা ও পরিবারের বাকি সদস্যরা। প্রায় একই অবস্থা স্কুলেও।

আরও পড়ুন : এই ৩ অভ্যাস মানুষকে ধনী করে, আপনার একটাও আছে

আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যান স্কুলের থৈবি মুখোপাধ্যায়। বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। মা পিউ মুখোপাধ্যায় গৃহবধূ। বরাবর স্কুলের মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল থৈবি।

চলতি বছর মাধ্যমিক পরীক্ষার আগে থৈবির জন্ডিস ধরা পড়েছিল। পরীক্ষা শেষ হতেই চিকিৎসা করাতে মেয়েকে নিয়ে ভেলোর ছুটে গিয়েছিলেন বাবা ও মা। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষার পরে চিকিৎসকরা বলেছিলেন তার লিভার ট্রান্সফার করতে হবে। তার জন্য খরচ হবে প্রায় ১ কোটি টাকা। সেই কথা জানতে পেরে এগিয়ে আসে থৈবির স্কুল। চিকিৎসার জন্য পাশে দাঁড়ান সাধারন মানুষ। প্রায় ৪৫ লক্ষ টাকার অর্থ সাহায্য পায় থৈবির পরিবার। তবুও বাঁচানো যায়নি তাকে। ভিন রাজ্যের হাসপাতালে গত ১৬ এপ্রিল মৃত্যু হয় থৈবির।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন