Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভাল রেজাল্টের জন্য দিন-রাত এক করে দিয়েছিল সে। শরীরে বাসা বেঁধেছিল রোগ। অসুস্থতা সত্ত্বেও মনের জোরে আর ভাল ফল করার তাগিদে জীবনযুদ্ধে ঝাঁপিয়েছিল আসানসোলের থৈবি মুখোপাধ্যায়। শারীরিক অসুস্থতাকে সঙ্গী করেই জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছিল সে। যার জন্য এত কৃচ্ছ্রসাধন, সেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্টই জানতে পারল না থৈবি। গত ১৬ এপ্রিল জন্ডিসে আক্রান্ত হয়ে অকালে ঝরে গিয়েছে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর প্রাণ। শুক্রবার মাধ্যমিকের ফল ঘোষণা হতেই কান্নায় ভেঙে পড়েছে তার পরিজনরা। ৬৭৪ নম্বর পেয়ে নিজের স্কুলের টপার হয়েছে থৈবি। এমন আনন্দ সংবাদে কারওরই মন ভাল নেই। বরং রেজাল্ট দেখে হাউ হাউ করে কাঁদছেন থৈবির ঠাকুমা। মন ভার তার স্কুলের সহপাঠী, প্রধান শিক্ষিকারও।
আসানসোল উমারানি গড়াই বালিকা বিদ্যালয়ের ছাত্রী থৈবি। ৬৭৪ নম্বর পেয়ে সে স্কুলে টপার হয়েছে। ছোট থেকে মেধাবী ছাত্রী ছিল থৈবি। স্কুল থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী প্রত্যেকেই আশা করেছিলেন যে, মাধ্যমিক পরীক্ষায় এক থেকে দশের মধ্যে জায়গা করে নেবে থৈবি। ভাল ফলও করল সে। কিন্তু যার জন্য এতকিছু, সেই-ই আজ নেই।
জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার আগেই অসুস্থ হয়ে পড়েছিল থৈবি। পরে অসুস্থতা সত্ত্বেও পরীক্ষায় বসে নিজের সবটুকু উজাড় করে দিয়েছে সে। তার স্কুলের প্রধান শিক্ষিকা পাপড়ি বন্দ্যোপাধ্যায় বললেন, ‘খুব খারাপ লাগছে। খুব প্রিয় ছিল, স্নেহের ছিল। সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও ভাল করত। ও বলেই পেরেছে। ওর মনের জোর অনেক বেশি ছিল। সেই চেষ্টা করে গিয়েছে। পরীক্ষার সময় টানা ৩ ঘণ্টা লিখতে পারছিল না। ১৬ এপ্রিল আমাদের ছেড়ে চলে গিয়েছে। খুব ভার মনে হচ্ছে। ও যদি রেস্ট নিত, হয়তো এ বছর পরীক্ষা না দিত, তা হলে হয়তো আমাদের মধ্যে থাকত। বন্ধুরা ওকে খুব ভালবাসত।’
থৈবির বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় হোমিওপ্যাথি ডাক্তার। চিকিৎসার জন্য থৈবিকে দক্ষিণ ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। গত ১৬ এপ্রিল সেখানেই তার মৃত্যু হয়।
মাধ্যমিকের ফল প্রকাশের পর নাতনির শোকে বিহ্বল থৈবির ঠাকুমা। কাঁদতে কাঁদতে বললেন, ‘আনন্দের চেয়ে দুঃখটা আজ বেশি পেলাম। সবাই বলতো যে, ফার্স্ট, সেকেন্ড হবে, আমরা আশা করিনি। ও বেঁচে থাকলে অনেক আনন্দ হত। ও তো জানতেই পারল না।’
আর থৈবির স্কুলের এক সহপাঠীর কথায়, ‘মিস তো বেশি করছি। মেয়েটা অনেক ভাল। রেজাল্টের দিন ওকে সবচেয়ে বেশি মনে পড়ছে।’
আরও পড়ুন:- জমি রেজিস্ট্রির জন্য নতুন নিয়ম কার্যকর হয়ে গেল, বিশদে বুঝে নিন
আরও পড়ুন:- PNB-র এই সিদ্ধান্তে কোটি কোটি গ্রাহকের মাথায় হাত! জানতে বিস্তারিত পড়ুন