Bangla News Dunia, Pallab : শিরডি সাই বাবার মন্দির (Shirdi Sai Temple) বোমা মেরে (Bomb Threat) উড়িয়ে দেওয়ার হুমকি! ইমেল মারফৎ হুমকি মিলতেই নড়েচড়ে বসল মন্দির কর্তৃপক্ষ। বাড়ানো হল নিরাপত্তা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মন্দির চত্বরে।
আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !
মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গেছে, গতকাল অজ্ঞাত পরিচয় ইমেল আইডি থেকে শিরডি সাই মন্দিরে হুমকি মেল আসে। মেলে লেখা ছিল, বোমা মেরে মন্দির উড়িয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ খবর দেন পুলিশে। পুলিশ এসে মন্দিরে তল্লাশি শুরু করে। সরিয়ে দেওয়া হয় দর্শনার্থীদের। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। বাড়ানো হয় মন্দিরের নিরাপত্তা। কে, কোথা থেকে হুমকি ইমেলটি পাঠিয়েছে, তার উৎস খোঁজার চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও শিরডি সাই বাবা মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। তবে এবারের পরিস্থিতি আলাদা। পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam terror-attack) মতো ঘটনার পর হুমকি ইমেল হালকাভাবে নিচ্ছে না পুলিশ।
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়