Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সুকুমার রায় লিখে গিয়েছেন, “রামগরুড়ের ছানা/হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে/ হাসব না-না-না- !” সিরিয়াস এই যুগে প্রাণ খুলে হাসতে ভুলে গিয়েছেন ? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য ৷ হলিউড তারকা জিম ক্যারির নাম নিশ্চই শুনেছেন ৷ তাঁর অভিনয় দক্ষতা আর কমিক টাইমিং, যাঁরা সিনেমা দেখেছেন তাঁরা জানেন ৷ কিন্তু যাঁরা দেখেননি, 4 মে ওয়ার্ল্ড লাফটার ডে-তে দেখে নিতে পারেন এই সিনেমা ৷ রইল সেরা পাঁচ সিনেমার তালিকা ৷
1) এইস ভেঞ্চুরা: পেট ডিটেক্টিভ (Ace Ventura: Pet Detective)– 1994 সালে মুক্তি পাওয়া এই সিনেমাকে জিম ক্যারির ফাইনেস্ট অভিনয় বললে কম বলা হবে ৷ এমনকী, অনেক নেটিজেনের মতে, মিশন ইম্পসিবল মিউজিক টম ক্রুজ যতটা না ভালো ব্যবহার করতে পেরেছেন তার থেকে বেশি ভালো ব্যবহার করেছেন জিম ৷ ইউটিউবের পাশাপাশি অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্সে পেয়ে যাবেন এইস ভেঞ্চুরা: পেট ডিটেক্টিভ ৷
2) ব্রুস অলমাইটি (Bruce Almighty)– পরিচালক টম শ্যাডিয়াক এবং জিম ক্যারি তৃতীয়বার এই ছবিতে জুটি বাঁধেন ৷ ব্রুস অলমাইটি এমন একটা সিনেমা যেটার শুরু থেকে শেষ পর্যন্ত হাসি চেপে রাখা অসম্ভব ৷ ছবিতে ব্রুস একজন রিপোর্টার ৷ কাজের জায়গায় সারাক্ষণ বসের চোখরাঙানি ৷ তার সঙ্গে খারাপ যা কিছু হয় তার জন্য দোষারোপ করতে থাকে ভগবানকে ৷ একদিন ভগবান ব্রুসলিকে দেন নিজের দায়িত্ব ৷ তারপর ?… ছবি দেখলেই বুঝতে পারবেন ৷ নেটফ্লিক্স ও ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাবেন এই ছবি ৷
3) দ্য ট্রুম্যান শো (The Truman Show)– ট্রুম্যান শো হল ট্রুম্যান বারব্যাঙ্ককে কেন্দ্রে রেখে ৷ যিনি সিহ্যাভেন আইল্যান্ডে বসবাস করেন ৷ নম্র-ভদ্র ইন্সুরেন্স সেলম্যান ৷ 1998 সালে মুক্তি পায় এই সিনেমা ৷ ক্রিটিক রজার এবার্ট এই সিনেমা দেখে বলেছিলেন, “এটি প্রযুক্তি মানবতার উপর যে নতুন মূল্যবোধ চাপিয়ে দিচ্ছে তা সামনে এনেছে।” নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমে এই সিনেমা দেখে নিতে পারেন ৷
4) লায়ার লায়ার (Liar Liar)– ‘কিঁউ কি ম্যায় ঝুট নেহি বোলতা’, গোবিন্দা ও সুস্মিতা সেন অভিনীত এই সিনেমা নিশ্চই দেখেছেন ৷ কিন্ত সেই সিনেমা ছিল আসলে এই ছবিরই অ্যাডাপ্টশন ৷ জিম ক্যারির অভিনয় দেখার জন্য ও প্রাণ খুলে হাসার জন্য এই সিনেমা দেখে নিতে পারেন জিও হটস্টার, অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্সে ৷
5) দ্য মাস্ক (The Mask)– 1994 সালে মুক্তি পায় এই ছবি ৷ চাক রাসেল পরিচালিত এই ছবি আজও অনবদ্য ৷ স্ট্যানলি লিপকিসের চরিত্রে জিম ক্যারি এককথায় ফাটাফাটি ৷ সারা সপ্তাহের কাজের চাপ, মানসিক চাপ থেকে একটু রিলিফ পেতে মোবাইলে বা টিভির পর্দায় দেখে নিতে পারেন এই সিনেমাগুলি ৷ ওয়ার্ল্ড লাফটার ডে-তে নিজেও হাসুন অন্যকেও হাসান ৷