Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিজ্ঞানীরা বহু গবেষণায় প্রমাণ করেছেন, খাদ্যাভ্যাস আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য—দুটির উপরই সমানভাবে প্রভাব ফেলে। অথচ প্রতিদিনের ডায়েটে এমন কিছু খাবার থাকে, যেগুলো নিঃশব্দে মস্তিষ্কের ক্ষতি করছে।
স্মৃতিশক্তি দুর্বল, মনঃসংযোগে ঘাটতি, চিন্তা করার ক্ষমতা কমে যাওয়া, এমনকি মানসিক অবসাদের ঝুঁকি—সবই আসছে সেই খাবারগুলোর কারণে।
যে খাবারগুলি মস্তিষ্কের ক্ষতি করে:
১. অতিরিক্ত পরিমাণে চিনি যুক্ত খাবার:
চকোলেট, কোল্ড ড্রিংক, মিষ্টি দই, জুস—এসব খাবার বেশি খেলে ব্রেন সেলের কার্যক্ষমতা কমে যায়।
২. প্রসেসড ফুড ও ফাস্ট ফুড:
বাজারে প্যাকেটজাত চিপস, ইনস্ট্যান্ট নুডলস, বার্গার, পিৎজা—এসব খাবারে অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট ও সোডিয়াম থাকে যা ব্রেন সিগনালিং কমিয়ে দেয়।
৩. অতিরিক্ত লবণ:
ধীরে ধীরে স্মৃতিশক্তির অবনতি ঘটায়। উচ্চ রক্তচাপের কারণেও ব্রেন ড্যামেজের সম্ভাবনা বাড়ে।
৪. ট্রান্স ফ্যাট যুক্ত খাবার:
মার্জারিন, প্যাকেট বিস্কুট, কেক, ফ্রোজেন খাবারে ট্রান্স ফ্যাট থাকে যা নিউরন কমিউনিকেশন ব্লক করে দেয়।
৫. অ্যালকোহল ও অতিরিক্ত ক্যাফেইন:
দীর্ঘদিন বেশি ক্যাফেইন বা মদ্যপানে মস্তিষ্কের নিউরোলজিক্যাল পাথ ও স্ট্রাকচারে স্থায়ী ক্ষতি হয়।
স্বাস্থ্যকর বিকল্প কী?
১. মরশুমি ফল, বাদাম, ওটস, ডার্ক চকলেট, গ্রিন টি
২.পর্যাপ্ত জলপান
৩. প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য
৪. নিয়মিত ঘুম ও ব্যায়াম
আরও পড়ুন:- পরমাণু বোমা নিয়ে মিথ্যা তথ্য,পাকিস্তানের ঢোল ফেটে গেল। জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:- এবার ChatGPT-তেই হবে শপিং! কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন