Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বছর দুয়েক আগের কথা। এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আচমকাই ৫০ হাজার টাকা ঢোকে। তিনি তো অবাক! এ টাকা আবার কে পাঠাল! তিনি ব্যাঙ্কে হাজির হয়ে বিষয়টি জানান। ব্যাঙ্কের তরফে তাঁকে জানানো হয় ওই টাকা এসেছে সৌদি আরব থেকে।
এমন হতে পারে যে যিনি পাঠিয়েছেন তিনি ভুল করে ওই ব্যক্তির অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে ফেলেছেন। অগত্যা যিনি টাকা পাঠিয়েছেন তাঁর ফোন নম্বর জোগাড় করে চিন্ময় ফোন করেন ওই ব্যক্তিকে।
বেঙ্গালুরুর ব্যবসায়ী চিন্ময় হেগড়ে ফোনে জানতে পারেন ওই ব্যক্তির নাম রিজওয়ান। ফোনে রিজওয়ান চিন্ময়কে জানান তাঁর ভুলে ওই টাকা তাঁর পরিবারের কাছে না গিয়ে চিন্ময়ের অ্যাকাউন্টে পড়েছে।
রিজওয়ানের পরিবার অত্যন্ত গরিব। তাদের ওই টাকাটা খুব দরকার। চিন্ময় যদি টাকাটা তাঁর পরিবারের হাতে তুলে দেন তাহলে বড় উপকার হয়।
নিজের এক্স হ্যান্ডলে চিন্ময় হেগড়ে এই ঘটনার কথা তুলে ধরেছেন। তিনি এরপর টাকা নিয়ে ওই পরিবারের সঙ্গে দেখা করেন। দেখেন সত্যিই অত্যন্ত দরিদ্র পরিবার।
রিজওয়ানের বাবা হুইল চেয়ারে, বোন একটি বেসরকারি স্কুলে পড়ত। কিন্তু অর্থাভাবে সেই স্কুল ছেড়ে একটি সরকারি স্কুলে পড়াশোনা করছে। এসব দেখার পর চিন্ময় ও তাঁর বাবা ওই পরিবারের সঙ্গে পরে দেখা করে রিজওয়ানের বোনের পড়াশোনার দায়িত্ব কাঁধে তুলে নেন।
বিশেষত চিন্ময়ের বাবার আর্থিক সাহায্যে ওই কিশোরী কর্ণাটকের দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে। একটা ব্যাঙ্কের ভুল এক কিশোরীকে কল্পনাতীতভাবে এখানে পৌঁছতে সাহায্য করল। এই কাহিনি বহু মানুষের মন ছুঁয়ে গেছে।
আরও পড়ুন:- বন্ধ থাকবে শিলিগুড়ি-গ্যাংটক জাতীয় সড়ক, কবে থেকে জেনে নিন
আরও পড়ুন:- পুরুষদের জন্য চালু হল নতুন প্রকল্প, আবেদন করলেই মাসে পাবেন 5000 টাকা ।