Bangla News Dunia, Pallab : CBSE অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন খুব তাড়াতাড়ি প্রকাশ করছে CBSE Class 10th Result 2025 ও CBSE Class 12th Result 2025। খুব তাড়াতাড়ি প্রকাশ হচ্ছে সিবিএসই (CBSE Result 2025 News) পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীরা কিভাবে CBSE Result 2025 চেক করবে, তা দেখে নিন আজকের প্রতিবেদনে।
আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ
সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল 2025 (CBSE Class 10th Result & 12 Result Check 2025) কিভাবে চেক করবেন মোবাইল ফোন দিয়ে সবার আগে, তা দেখে নিন আজকের প্রতিবেদনে। পরীক্ষার্থীরা সহজেই বেশ কয়েকটি ধাপ ফলো করে CBSE Result 2025 চেক করতে পারবে। নিচে বেশ কয়েকটি পদ্ধতি দেখানো হয়েছে, CBSE Result 2025 কিভাবে চেক করবেন।
CBSE Result Check 2025 করার সময়, যা দরকার পরবে তা একনজরে দেখে নিন। CBSE Class 10 Result 2025 চেক করার জন্য দরকার পরবে –
- Your Roll Number
- Your School Number
- Admit Card Id
- Date Of Birth
অপরদিকে CBSE Class 12 Result 2025 Check করার জন্য দরকার পরবে –
- Your Roll Number
- School No
- Admit Card ID
How To Check CBSE Class X Result 2025:
1) প্রথমে আপনাকে www.cbse.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
2) এরপর RESULTS এ ক্লিক করুন।
3) পরবর্তী পেজে Secondary School Examination (Class X) Results 2025 এই লেখার উপরে ক্লিক করুন।
4) এরপর, পরবর্তী পেজে Roll Number, School Number, Admit Card Id ও Date Of Birth উল্লেখ করুন। এরপর নিচে থাকা সিকিউরিটি পিন দেখে দেখে উল্লেখ করে Submit এ ক্লিক করে রেজাল্ট দেখে নিন।