‘পূর্ণ শক্তির মাধ্যমে জবাব…’, এবার ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি পাকিস্তানের !

By Bangla News Dunia Dinesh

Published on:

india pakistan fight

Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের (India-Pakistan) মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে দিল্লি। পালটা পদক্ষেপ করেছে পাকিস্তানও। এই আবহেই এবার প্রকাশ্যে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মহম্মদ খালিদ জামালি (Muhammad Khalid Jamali)। তিনি স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানে যদি ভারত হামলা চালায়, তবে ‘পূর্ণ শক্তি’ ব্যবহার করবে ইসলামাবাদ। এমনকি পরমাণু হামলাও (Nuke threat) চালানো হতে পারে।

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

সম্প্রতি এক সাক্ষাৎকারে মহম্মদ খালিদ জামালি দাবি করেন, কিছু ফাঁস হওয়া নথির মাধ্যমে প্রকাশ্যে এসেছে যে ভারত পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা চালাবে এবং এই সংঘাত ‘আসন্ন’। তাঁর কথায়, ‘ভারতের উন্মাদ সংবাদমাধ্যম এবং সেদিক থেকে আসা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমাদের বাধ্য করেছে। আরও কিছু ফাঁস হওয়া নথি রয়েছে, যেখানে পাকিস্তানের কিছু অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি আমাদের মনে করিয়ে দেয় যে এটিই ঘটতে চলেছে এবং তা আসন্ন।’ এরপরই হুমকির সুরে পাক রাষ্ট্রদূত বলেন, ‘ভারত এবং পাকিস্তানের কথা বলতে গেলে, আমরা সংখ্যাগত শক্তির এই বিতর্কে জড়াতে চাই না। আমরা প্রচলিত এবং পারমাণবিক উভয় শক্তিই ব্যবহার করব।’ তিনি জোর দিয়ে বলেন যে, ‘পাকিস্তানের জনগণের সমর্থিত সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তির সঙ্গেই জবাব দেবে।’

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্করের ছায়া সংগঠন এই হামলার দায় স্বীকার করার পরই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে (India-Pakistan)। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি। পালটা পদক্ষেপ করেছে পাকিস্তানও। যদিও পহেলগাঁওয়ের ঘটনার দায় এখনও অস্বীকারই করছে পাকিস্তান। দুই দেশের মধ্যে এই উত্তেজনার আবহে এর আগে পাক মন্ত্রী হানিফ আব্বাসিও প্রকাশ্যে ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার ফের একবার একই হুমকি দিলেন পাক রাষ্ট্রদূত। এসবের জেরে দুই দেশের পরিস্থিতি যে আরও গুরুতর হচ্ছে, তা কার্যত স্পষ্ট।

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন