হাওড়ার পর খড়দা ! আবার বিপুল পরিমান জাল ওষুধ বাজেয়াপ্ত রাজ‍্য ড্রাগ কন্ট্রোলের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

indian-medicines

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ‍্য ড্রাগ কন্ট্রোলের বড়সড় সাফল্য । হাওড়ার পর এবার উত্তর 24 পরগনার খড়দা থেকে মিলল প্রায় পাঁচ লক্ষ টাকার জাল ওষুধ । খড়দার একটি গুদাম থেকে এই বিপুল পরিমাণ জাল ওষুধ বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গিয়েছে ড্রাগ কন্ট্রোল সূত্রে । জাল ওষুধের কারবার চালানোর অভিযোগে ইতিমধ্যে গুদাম মালিকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হয়েছে ।

শনিবার রাতে ফের সেখানে হানা দিয়ে ওই গুদামটি সিল করে দিয়েছেন তদন্তকারী সংস্থা । জাল ওষুধ কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মাস কয়েক আগে হাওড়ার এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছিল । সেই সূত্র ধরে তদন্ত চালিয়ে খড়দার ওই গুদাম থেকে বিপুল এই জাল ওষুধ বাজেয়াপ্ত করল রাজ‍্য ড্রাগ কন্ট্রোল ।

রাজ‍্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, জাল ওষুধ কাণ্ডে বিহার যোগ মিলেছিল আগেই । সেই মতো শুরুও হয় তদন্ত । তদন্ত শুরু হওয়ার পর রাজ‍্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের হাতে গ্রেফতার হন আমতার ওষুধ ব্যবসায়ী বাবলু মান্না । তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, বিহারের এক ব্যক্তির কাছ থেকে জাল ওষুধ আনতেন তিনি । সেই ওষুধ কলকাতা-সহ পাশ্ববর্তী জেলার বিভিন্ন জায়গায় সরবরাহ করা হত ।

ড্রাগ কন্ট্রোল সূত্রে আরও খবর, সেই মামলার তদন্তে জানা যায়, ভিন রাজ্য থেকে রক্তচাপের মতো মূত্রনালি এবং মূত্রথলির অসুখের জাল ওষুধও সরবরাহ করেছিল বাবলু । সেই জাল ওষুধ খড়দার এক পাইকারি ব্যবসায়ীর গুদামে মজুত রয়েছে, দিন কয়েক আগে এমনই খবর এসেছিল রাজ‍্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের কাছে । এর পরেই আচমকা সেখানে হানা দেন তাঁরা । সেখান থেকেই বাজেয়াপ্ত করা হয় প্রায় পাঁচ লক্ষ টাকার জাল ওষুধ ।

ওই ওষুধ বাজেয়াপ্ত করে তা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠায় রাজ্য ড্রাগ কন্ট্রোল । তাদের টেস্টিং ল্যাবরেটরির পরীক্ষায় দেখা যায়, ওষুধটির মধ্যে থাকা উপাদান ঠিক নয় । নামী সংস্থার মোড়কে রয়েছে ওই জাল ওষুধ । কী কী ভাবে ওই ওষুধ জাল করা যায়,তা জানতে নমুনা পাঠানো হয়েছে আসল প্রস্তুতকারী সংস্থার কাছেও । সূত্রের খবর, ওই নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থা রাজ্য ড্রাগ কন্ট্রোলকে পাঠানো রিপোর্টে জানায়, নির্দিষ্ট একটি ব্যাচ নম্বরের ওষুধ জাল করা হয়েছে । ওষুধের স্ট্রিপ,বাক্সের নকল লেবেল তৈরি করা হয়েছে । তাতে নামের বানানে ভুল রয়েছে।

এর পরেই খড়দার ওই গুদামে শনিবার রাতে আবারও অভিযান চালিয়ে সেটি সিল করে দেয় ড্রাগ কন্ট্রোল । মালিকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে । ড্রাগ কন্ট্রোলের এক আধিকারিকের কথায়,”ওষুধের কারবার চালানোর উপযুক্ত কাগজপত্র প্রথম থেকেই দেখাতে পারেননি ওই ব্যবসায়ী । ওষুধ যে জাল, সে ব্যাপারেও নিশ্চিত হওয়া গিয়েছে । এর পরেই ব‍্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় ।”

এদিকে, বিহারের যে লিঙ্কম্যানের মাধ্যমে আমতার ব‍্যবসায়ী বাবলু ওষুধ এনেছিল,তার বিরুদ্ধেও পরোয়ানা জারি হয়েছে । বাবলুর থেকে কলকাতা ও আশপাশের জেলায় কীভাবে জাল ওষুধ সরবরাহ করা হত ? এর পিছনে আর কাদের হাত রয়েছে,সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ড্রাগ কন্ট্রোল সূত্রে ।

আরও পড়ুন:- অন্যের বউকে চুরি করে বিয়ে করাই এখানে নিয়ম, কোথায় হয় জানেন?

আরও পড়ুন:- ১৬ জুন থেকে UPI লেনদেনে আসছে বিরাট বদল, যা জানা জরুরি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন