ধাক্কা দিয়ে পালালেই বিপদ ! টোটো নিয়ে বিরাট নিয়ম চালু হলো

By Bangla News Dunia Dinesh

Published on:

toto

Bangla News Dunia, Pallab : রাস্তায় বের হলে টোটো দেখা যাবে না, এমন দিন কাটানোই দুষ্কর। তবে রাস্তায় এখন অসংখ্য টোটো চলাচল করছে, যাদের কোন বৈধ কাগজপত্র নেই। এমনকি নেই কোন নম্বর প্লেট। দুর্ঘটনার পর চালক চম্পট দিলেও তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। আর এই সমস্যার স্থায়ী সমাধান করতে নেমেছে মুর্শিদাবাদের প্রাচীন কান্দি পৌরসভা।

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

টোটো চলবে এবার নম্বর প্লেট নিয়ে

২০২৫ সালের মধ্যে শহরের রাস্তায় যে সমস্ত টোটো চলবে, সেগুলির গায়ে বাণিজ্যিক হলুদ নম্বর প্লেট বসাতে হবে। হ্যাঁ, এমনটাই নির্দেশ দিয়েছে প্রশাসন। বর্তমানে ৬০০টির বেশি টোটোতে এই নম্বর প্লেট লাগানোর কাজ চলছে কান্দি পৌরসভার অধীনে। 

জানা যাচ্ছে, শুধু শহরের টোটো নয়, বরং পাশের গ্রাম পঞ্চায়েত থেকে আসা টোটোগুলোতেও নম্বর প্লেট লাগাতে হবে। নাহলে সেই সমস্ত টোটোগুলির শহরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে।

কেন এত কড়াকড়ি?

আসলে কান্দি শহরের রাস্তাঘাট এমনিতেই সরু এবং ভিড়ে জমজমাট। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টোটোর দৌরাত্ম্য। এর ফলে নিত্য যানজট, নিরাপত্তাহীনতা লেগেই রয়েছে। অবৈধ টোটোর সংখ্যা বাড়তে থাকার ফলে সাধারণ মানুষ দিনের পর দিন বিপদে পড়ছিলেন। আর সেই সমস্যা সমাধান করতেই প্রশাসন এই বড়সড় পদক্ষেপ নিয়েছে। 

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন