Bangla News Dunia, দীনেশ :- আর আড়ি করে দূরে থাকা নয়। এবার ভাব করে রাজপরিবারের সঙ্গে মিলেমিশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন ব্রিটেনের প্রিন্স হ্যারি ওরফে হেনরি চার্লস অ্যালবার্ট ডেভিড। শুক্রবার ব্রিটেনের আদালতে হ্যারির নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে ফের হ্যারির আবেদন খারিজ হয়ে যায়। এরপর ক্যালিফোর্নিয়ায় বসে ব্রিটিশ সংবাদমাধ্যমকে রাজকুমার জানান, তিনি আর নিরাপত্তা নিয়ে আইনি লড়াই লড়তে চান না। বরং রাজপরিবারের সঙ্গে ‘পুনর্মিলন’ চান। ফিরতে চান ব্রিটেনে। কারণ, জীবন খুব দামি। ঝগড়াঝাঁটি করে সময় নষ্ট করা উচিত নয়।
আরও পড়ুন:- এই ৯ লার্জ ও মিড ক্যাপ স্টকের দাম আগামী এক বছরে বাড়তে পারে ৩০ শতাংশের বেশি
প্রিন্স হ্যারি জানিয়েছেন, তিনি চান রাজপরিবারের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে। তবে তাঁর বাবা রাজা চার্লস এখন তাঁর সঙ্গে কথা বলেন না। নিরাপত্তা নিয়ে বিরোধ থেকেই তাঁদের সম্পর্ক ভেঙে পড়েছে। তবু তিনি পরিবারকে ক্ষমা করে দিয়েছেন এবং এখন আর ঝগড়া চালানোর ইচ্ছা নেই।
আরও পড়ুন:- অন্যের বউকে চুরি করে বিয়ে করাই এখানে নিয়ম, কোথায় হয় জানেন?
হ্যারির কথায়, ‘আমি সত্যিই চাই পরিবার আবার এক হোক। জীবনের চেয়ে বড় কিছু নেই। এই নিরাপত্তা-সংক্রান্ত বিষয়টাই সবসময় মূল সমস্যা ছিল। আমি জানি না আমার বাবা আর কতদিন বাঁচবেন। কিন্তু ওঁর তো আমার সঙ্গে কথা বলার ইচ্ছাই নেই।’
২০২০ সালে মেগান রাজপরিবারের সিনিয়ার সদস্য হিসাবে প্রিন্স হ্যারি দায়িত্ব ছাড়ার পর ব্রিটিশ সরকার তাঁদের সরকারি নিরাপত্তা কমিয়ে দেয়। যা হতাশ করেছিল রাজা চার্লস ও প্রিন্সেস ডায়ানার কনিষ্ঠপুত্রকে।
আরও পড়ুন:- ১৬ জুন থেকে UPI লেনদেনে আসছে বিরাট বদল, যা জানা জরুরি