‘জীবন যুদ্ধে হেরে যাওনি’, কেক কেটে ছেলের ‘ফেল’ করা উদযাপন করলেন অভিভাবকেরা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় ফেল করেছে ছেলে। কিন্তু তাই বলে তাকে বকাঝকা করার কোনও প্রশ্নই ওঠে না। বরং কেক কেটে সেই মুহূর্তটাকে উপভোগ করাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করলেন অভিভাবকেরা। ঘটনাটি কর্নাটকের, আর পরীক্ষায় অকৃতকার্য সেই পড়ুয়ার নাম অভিষেক ছোলাছাগুড্ডা(Abhishek Cholachagudda)।

আরও পড়ুন:- এবার ChatGPT-তেই হবে শপিং! কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন

অভিষেক কর্নাটকের বাগালকোট এলাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র। সম্প্রতি দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৬০০-এর মধ্যে ২০০ নম্বর পেয়ে অকৃতকার্য হয় সে। তাঁর এই ফলাফল দেখে তাকে নিয়ে উপহাস করতে ছাড়েনি তার বন্ধু-বান্ধবেরাও। কিন্তু এই পরিস্থিতিতে তার পাশে দাড়িয়েছেন তাঁর অভিভাবকেরা। বকাঝকা নয় বরং অভিষেকের সঙ্গে কেক কেটে এই মুহূর্তটাকে উদযাপন করেছেন তারা। ছেলেকে অভয় দিয়ে তাঁরা বলেন, ‘তুমি হয়তো পরীক্ষায় ফেল করেছো,কিন্তু জীবন যুদ্ধে নয়। তুমি আবার চেষ্টা করবে এবং সফল হবে।’ অভিভাবকদের এমন সমর্থন পেয়ে আত্মবিশ্বাসী অভিষেকও। এই প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমি ফেল করা সত্ত্বেও আমার পরিবার আমায় উৎসাহিত করেছে। আমি আবার পরীক্ষা দেব,পাস করব এবং জীবনেও সফলতা অর্জন করব।’

আরও পড়ুন:- পরমাণু বোমা নিয়ে মিথ্যা তথ্য,পাকিস্তানের ঢোল ফেটে গেল। জানতে বিস্তারিত পড়ুন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন