Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্ত্রীর মুখটা দেখতে ভারী সুন্দর, নাকটাও খুব ভালো লাগে ! হামেশাই নাকি এসব বলতেন স্বামী ৷ ঘুমন্ত অবস্থায় স্ত্রীর সেই সুন্দর নাক কামড়ে খেয়ে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায় ঘটেছে এই নৃশংস ঘটনা । পুলিশ মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে ৷ ধৃতের নাম বাপন শেখ ৷
এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৈজ্য বলেন, “পরিবারের তরফে ইতিমধ্যেই আমরা লিখিতভাবে একটি অভিযোগ পেয়েছি । তার পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । আজ তাকে আদালতে তোলা হয়েছে ।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেরপাড়া এলাকার বাসিন্দা বাপনের সঙ্গে গত নয় বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের । তাঁদের একটি আট বছরের কন্যাসন্তান রয়েছে । এত বছর ধরে সংসার ভালোই চলছিল তাঁদের । স্বামী মাঝেমধ্যেই নাকি তাঁর স্ত্রীর মুখের প্রশংসা করতেন । বিশেষত স্ত্রীর নাকের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি ৷
স্বামীর বিরুদ্ধে অ্যাসিড হামলারও হুমকি দেওয়ার অভিযোগ স্ত্রীর
অভিযোগ, গত বৃহস্পতিবার যখন স্ত্রী ঘুমোচ্ছিলেন, ঠিক রাত তিনটে নাগাদ আচমকা তাঁর নাকে কামড় দেন বাপন শেখ । শুধু কামড়ই নয়, একেবারে নাক ছিঁড়ে খেয়ে নেন তিনি । আচমকা জ্বালা যন্ত্রণায় ঘুম ভেঙে ছটফট করতে থাকেন স্ত্রী মধু খাতুন । এরপর স্বামীর হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন তিনি ৷ কিন্তু বাপন ফের স্ত্রীর আঙুল কামড়ে দেন বলে অভিযোগ ।
মধুর দাবি, সেসময় ঘর থেকে কোনওরকমে বাড়ির বাইরে পালিয়ে আসেন তিনি । এরপর শনিবার তিনি শান্তিপুর থানায় তাঁর স্বামী বাপন শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । রবিবার তাঁকে রানাঘাট আদালতে তোলা হয় ।
মধু খাতুন বলেন, “আমার স্বামী মাঝেমধ্যেই মদ্যপান করত । এরপর বলতো তোর মুখটা এত সুন্দর কেন ! নাকটা আরও সুন্দর । তাই আমি নাকটা কামড়ে খেয়ে নেব । সেই কারণেই আচমকা রাতে এই ঘটনা ঘটায় আমার স্বামী । প্রথমে গলাটিপে ধরে ৷ তারপর নাক কামড়ে খেয়ে নেয় ৷ যেহেতু আমার মুখ সুন্দর, তাই অ্যাসিড মারার হুমকিও দিয়েছিল স্বামী ।”
এ বিষয়ে ওই গৃহবধূর মা রোশনা বেগম বলেন, “প্রতিদিনের মতোই আমার মেয়ে ঘরে ঘুমিয়ে ছিল । হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে ছুটে যাই আমরা । গিয়ে দেখি আমার মেয়ের নাক এবং হাত দিয়ে রক্ত বেরোচ্ছে । তখন আমি আমার মেয়েকে বাঁচানোর চেষ্টা করি । এরপরে আমার জামাই আমাকেও মারতে শুরু করে । আমি যদি আগে জানতাম জামাই মেয়ের উপর এত অত্যাচার করে, তবে আমি মেয়েকে আমার কাছে আগেই নিয়ে চলে আসতাম । আমি চাই অভিযুক্ত জামাইয়ের উপযুক্ত শাস্তি হোক ।”
আরও পড়ুন:- বন্ধ থাকবে শিলিগুড়ি-গ্যাংটক জাতীয় সড়ক, কবে থেকে জেনে নিন
আরও পড়ুন:- পুরুষদের জন্য চালু হল নতুন প্রকল্প, আবেদন করলেই মাসে পাবেন 5000 টাকা ।