জোকা-মাঝেরহাট মেট্রোয় চলবে ৪০টি ট্রেন, কবে থেকে-কতক্ষণ অন্তর? জেনে মিম

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জোকা-মাঝেরহাট মেট্রো রুটে যাত্রীদের জন্য এল বড় সুখবর। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী সোমবার থেকে এই রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতদিন এই রুটে দিনে মাত্র ৯ জোড়া অর্থাৎ ১৮টি ট্রেন চলত। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে দিনে চলবে ২০ জোড়া অর্থাৎ ৪০টি ট্রেন।

কী পরিবর্তন আসছে পরিষেবায়?
আগে যেখানে ট্রেন মিলত ৫০ মিনিট অন্তর, এখন তা কমে দাঁড়াচ্ছে ২২ মিনিটে এক ট্রেন। ফলে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।

দিনের প্রথম মেট্রো আগে মিলত সকাল ৮:৫৫-এ, এখন তা মিলবে সকাল ৮:২৭ মিনিটে।

দিনের শেষ মেট্রো চলত দুপুর ৩:৩৫ মিনিটে, এবার তা চালু হবে দুপুর ৩:২৮ মিনিটে।

ছুটির দিনে কী পরিষেবা থাকবে?
যেমন আগে ছিল, তেমনই শনিবার ও রবিবার পার্পল লাইনে (জোকা-মাঝেরহাট মেট্রো) পরিষেবা বন্ধ থাকবে। শুধুমাত্র সপ্তাহের পাঁচটি কর্মদিবসে এই পরিষেবা মিলবে।

পূর্ব মেট্রো রুটে নতুন সংযোগের অপেক্ষা
অন্যদিকে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর গুরুত্বপূর্ণ অংশ এসপ্ল‌্যানেড-শিয়ালদহ রুটেও শীঘ্রই শুরু হতে চলেছে ট্রেন চলাচল। ইতিমধ্যে রেল সুরক্ষা কমিশনার (CRS) ওই রুট পরিদর্শন করে গিয়েছেন। অনুমোদন পেলেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পুরো রুটে ট্রেন চলবে, যা যাত্রীদের যোগাযোগ ব্যবস্থায় বিশাল সুবিধা এনে দেবে।

আরও পড়ুন:- বন্ধ থাকবে শিলিগুড়ি-গ্যাংটক জাতীয় সড়ক, কবে থেকে জেনে নিন

আরও পড়ুন:- পুরুষদের জন্য চালু হল নতুন প্রকল্প, আবেদন করলেই মাসে পাবেন 5000 টাকা ।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন