গুগল ম্যাপের উপর ভরসা করে ভুল কনের বাড়িতে বরযাত্রী ! ভাইরাল ভিডিও

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গুগল ম্যাপের উপর ভরসা করে ভুল কনের বাড়িতে বরযাত্রী। ইন্টারনেটের যুগে মানুষ ঘরে বসে নানান ধরণের ভাইরাল ভিডিও দেখে মনোরঞ্জন ঘটাতে পারে। একদিকে স্যোশাল মিডিয়ার মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটছে, তেমনই ইন্টারনেট ব্যবহার করেই মানুষ অচেনা জায়গায় সহজেই পৌঁছে যেতে পারছে। তবে গুগল ম্যাপে দেখানো ঠিকানা যে সব সময় সঠিক হবে, তা কিন্তু নয়।

https://www.instagram.com/p/CNRE2Ddnvnl/?utm_source=ig_embed

ঘটনা ঘটলো ভারত থেকে বেশ অনেকটাই দূরে ইন্দোনেশিয়াতে গুগল ম্যাপ ব্যবহার করে বিপাকে পড়লেন একদল বরযাত্রীরা। বিয়ের উপহার নিয়ে পৌঁছে গেলেন সোজা অন্য একটি কনের বাড়িতে। শুধু পৌঁছে যাওয়াই নয়, উপহার আদান প্রদানও শুরু হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে সেই কনে বিষয়টা বুঝতে পারায় ভুল শুধুরে নেয় দুই পক্ষ। উলেখ্য ওই এলাকায় এক সঙ্গে দুটি মেয়ের বিয়ের তোরজোড় চলছিল। একজনের বিয়ের দিন ছিল সেদিন এবং অন্যজনের বাগদান পর্ব। গুগল ম্যাপের উপর ভরসা করে ছেলে পক্ষের বরযাত্রীরা কনের বাড়িতে না গিয়ে যে মেয়েটির বাগদান পর্বের আয়োজন হয়েছিল, তাদের বাড়িতে গিয়ে ওঠে। সেখানেই ঘটে বিপত্তি।

আরো পড়ুন :- তিব্বতে ব্রম্মপুত্র নদের উপর সুবিশাল বাঁধ বানাচ্ছে চীন ! ভারতের কি পদক্ষেপ

দুই পক্ষের মধ্যে উপহার আদান প্রদানও শুরু হয়ে গিয়েছিল। কনে মেক-আপ আর্টিস্টের কাছে সাজ গোজে ব্যস্ত থাকায়, সেও প্রথমে বিষয়টা লক্ষ্য করতে পারেনি। পরবর্তীতে যখন বুঝতে পারে তখন ভুল শুধুরে নেয় দুপক্ষ। উপহার ফেরত দিয়ে ওই কনের পরিবারই তাদের সঠিক ঠিকানায় যেতে সাহায্য করেন। এই ভিডিও দেখে হাসির রোল নেট দুনিয়াতে।

Highlights

1. গুগল ম্যাপের উপর ভরসা করে ভুল কনের বাড়িতে বরযাত্রী ! 

2. এই ভিডিও দেখে হাসির রোল নেট দুনিয়াতে

#Google #Maps

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন